মুশফিকুর রহিম আর সুইপ বিতর্ক যেন একে অন্যের পরিপূরক! সুইপ আর রিভার্স সুইপ- এই দুটি শট খেলতে গিয়েই ক্যারিয়ারে বেশিরভাগ সময় নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মুশফিক। তার আউটের ধরনের কারণে প্রতিবারই প্রশ্ন উঠেছে, তবে সেসব আমলে নিতে নারাজ মুশফিক। প্রতিবারই সাফাই দিয়েছেন নিজের পক্ষে।

কিছুদিন আগেই যেমন রুদ্রমূর্তি ধারণ করে বলেছেন, ‘রিভার্স সুইপ আমার পছন্দের শটগুলোর একটি। আজ রোববার এমন পরিস্থিতি তৈরি হয়নি। যদি হয়, তাহলে আবার খেলব। পরের ম্যাচে এমন পরিস্থিতি সৃষ্টি হলে একটা না, আরও চার-পাঁচটাও খেলতে পারব।’

মুশফিকের সুইপ আর রিভার্স সুইপ নিয়ে সমালোচনা ঢের। তবে সতীর্থ আর অধিনায়করাও দাঁড়িয়েছেন তার পাশে। তামিম ইকবাল একবার তো প্রশ্ন ছুড়ে বলেছেন, মুশফিক কতবার সুইপ করতে গিয়ে আউট হয়েছেন, সেটি হিসেব করার আর সুইপ করে কত রান নিয়েছেন সেটির হিসেব করতে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান পোর্ট এলিজাবেথ টেস্টে যেখানে ফলোঅনের শঙ্কায় দল, স্বীকৃত প্রায় সব ব্যাটসম্যান ধরেছেন প্যাভিলিয়নের পথ। দায়িত্ব নিতে হবে তার, তখনো মনোযোগ হারিয়ে দায়িত্বজ্ঞানহীন রিভার্স সুইপে নিজের উইকেট বিলিয়ে দলকে বিপদে ফেলে আসেন মুশফিক। অফ স্পিনার সাইমন হারমারকে সুইপ করে বাউন্ডারি মেরে নিজের ফিফটি পূর্ণ করার এক বল পর রিভার্স সুইপ করতে গিয়ে বিপদ বাড়ালেন।

হারমারের ফুল লেংথ বলে রিভার্স সুইপ করার চেষ্টা করেন। ব্যাটের নিচ দিয়ে গিয়ে বল লাগল স্টাম্পে। বিশ্বাস করতে পারছিলেন না বোলার নিজেও। মুশফিক যে উইকেটটি গিফট করে দিলেন হারমারকে। এতো আলোচনা আর সমালোচনার পরেও কেন থামানো যায় না মুশফিকের সুইপ? কারণ, মুশফিক যে টিম ম্যানেজমেন্ট থেকেই পান ‘নো অবজেকশন সার্টিফিকেট।’ দল থেকেই তাকে সুইপ খেলতে উদ্ধৃত করা হয়, দেওয়া হয় এনওসি।

চলমান টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে শেষে গতকাল (শনিবার) সে বার্তা পরিষ্কার করেছেন খোদ বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, ‘আমাদের স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী হতে হবে। আমাদের কিছু ঝুঁকি নিতে হবে। মুশফিক দারুণ সুইপ করে। উইকেটে টার্ন ও বাউন্স আছে কিছুটা, তবে আমরা সুইপ করে কোনো উইকেট এখনও হারাইনি। আমরা উইকেটগুলো অন্যভাবে হারিয়েছি।’

যোগ করেন সিডন্স, ‘আপনি হয়ত রাব্বিকে সুইপ করতে দেখবেন না, কিন্তু মুশফিক এটা প্রায়ই করে। এটাই তার শক্তির জায়গা, সে এটা করবেও। আমরা তাকে সাহস যোগাই। হয়ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে সমস্যা নেই।’

সতীর্থ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট থেকে এমন বার্তা পেলে মুশফিককে সুইপ করা থেকে দমানোর সাধ্য কার?

টিআইএস/এটি