ছবি : ঢাকা পোস্ট

ক্রিকেটের কথা উঠলেই সবার আগে চোখে ভাসে ক্রিকেটারদের ছবি। যাদের দৃষ্টি একটু তীক্ষ্ণ, তারা সর্বোচ্চ সাপোর্ট স্টাফদের সঙ্গে সংগঠকদের কথা ভাবেন। তবে এর বাইরেও ক্রিকেটের জগত বিস্তৃত। খেলোয়াড়, সংগঠক, কোচ, মাঠকর্মী, গণমাধ্যমকর্মী সবই তো ক্রিকেটেরই অংশ। ক্রিকেটের জন্য নিবেদিত এসব সেক্টরের মানুষদের অবদানের প্রতি সম্মান জানাতে ‘পিচ ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টার সংলগ্ন ১ নং প্লাজায় ফাউন্ডেশনটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে থাকার, সহায়তা করার অভিপ্রায় নিয়ে গড়ে ওঠা অলাভজনক এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

উদ্বোধন ঘোষণার দিনেই অগ্রজদের সম্মাননা জানিয়েছে ফাউন্ডেশনটি। মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটের উন্নতির জন্য যারা অবদান রেখেছেন, শুরুতে তাদের কয়েকজনকে সম্মাননা ও দুজনকে আর্থিক সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্যপুত্র এবং ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা শেখ কামালকে মরোনোত্তর সম্মাননা জানিয়েছে পিচ ফাউন্ডেশন।

পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম কোচ মরহুম চাঁন্দ খান, আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম আম্পায়ার মরহুম বজলুর রশিদ, মরহুম ডাঃ মাজহারুল ইসলাম দামাল, বাংলাদেশের ক্রিকেটের প্রথম পিচ কিউরেটর এমএ লতিফ, জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক মরহুম শামিম কবিরকে মরোনোত্তর সম্মাননা জানানো হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই লাখ টাকার চেক দিয়ে আর্থিকভাবে সম্মননা জানানো হয় আম্পায়ার সৈয়দ আব্দুল আহাদ ঝুনু ও জাতীয় দলের সাবেক সহকারী কোচ মরহুম আব্দুল হাদী রতনকে। সাবেক সহকারী কোচের পক্ষ থেকে চেক গ্রহণ করেন তার স্ত্রী। 

এছাড়া পিচ ফাউন্ডেশনের সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান ও ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু।

টিআইএস/এমএইচ/এটি