ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন রমরমা অবস্থা। মোটা টাকার ঝনঝনানি। ফ্র্যাঞ্চাইজি থেকে বোর্ড, বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটাররাও সারা বছর অপেক্ষায় থাকেন এই টুর্নামেন্টের জন্য। অপেক্ষায় থাকেন গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরা। আইপিএল নিয়ে বাড়তি রোমাঞ্চ আর উত্তেজনা দেখা যায় বাংলাদেশেও। সেই উত্তেজনা এবার কাল হলো বাংলাদেশি এক ক্রিকেট ভক্তের জন্য। অসৎ উপায়ে ভারতে প্রবেশ করে আইপিএলের ম্যাচ দেখতে যাওয়ার পথে আটক হয়েছেন সেই সমর্থক।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ৩১ বছর বয়সী আটক বাংলাদেশি যুবকের বাড়ি নারায়ণগঞ্জে। ভারতে প্রবেশ করে আইপিএলের ম্যাচ দেখতে মুম্বাই যাওয়ার পথে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় ধরা পড়েছেন সেই যুবক।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তরফ থেকে সংবাদমাধ্যমকে বলা হয়, ‘জেরা করার সময় ওই ব্যক্তি বলেন তিনি মুম্বাই যাচ্ছিলেন আইপিএলের ম্যাচ দেখার জন্য। এক দালালকে পাঁচ হাজার বাংলাদেশি টাকা দিয়ে সীমান্ত পাড়ি দেন তিনি।’

আটকের পর অবশ্য সেই যুবককে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

টিআইএস/এটি