করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মুস্তাফিজ-সতীর্থ, বদলে গেল ভেন্যু
করোনার থাবা পড়েছে দিল্লি ক্যাপিটালস দলে। একাধিক সদস্য আক্রান্ত হয়েছেন করোনায়। মিচেল মার্শসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন, তা জানা গিয়েছিল আগেই। এবার জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত মার্শকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আর করোনায় জেরবার হওয়া দিল্লির সব ম্যাচ এ কারণে পুনে থেকে সরিয়ে আনা হয়েছে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে।
দিল্লি দলে মার্শসহ আগে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, এর বাইরে নতুন করে আর কেউ আক্রান্ত হননি। তবে এর মধ্যে মার্শের অবস্থার অবনতি ঘটায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে দলের চিকিৎসকদের পর্যবেক্ষণেও থাকবেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার আবারও করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে দিল্লির খেলোয়াড়দের। দলটি বুধবার মুখোমুখি হওয়ার কথা পাঞ্জাব কিংসের। তার আগে আরও একবার করোনা পরীক্ষা করা হবে মুস্তাফিজদের।
এর আগে একাধিক সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় মুম্বাই থেকে পুনের উদ্দেশে রওনা দেয়নি দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাবের বিপক্ষে দিল্লির খেলার কথা ছিল সেখানেই। তবে পুনেতে না পৌঁছানোয় বুধবারের ম্যাচ সেখান থেকে সরিয়ে আনা হয়েছে মুম্বাইয়ে।
বিজ্ঞাপন
এনইউ/এটি