দল তৃতীয় বিভাগে, তবুও ছাড়তে চান না রুনি
দলকে নিয়ে আপ্রাণ চেষ্টা করেছেন। পয়েন্ট কেটে নেওয়ায় এরপরও রাখতে পারেননি দ্বিতীয় বিভাগে। ওয়েন রুনির অধীনে খেলা ডার্বি কাউন্টি ক্লাব নেমে গেছে তৃতীয় বিভাগে। তবুও ক্লাব ছাড়তে চান না এই ইংলিশ তারকা। অন্তত তার কথা শুনে মনে হচ্ছে এমনটিই।
১৯৮৫-৮৬ মৌসুমের পর এই প্রথমবারের মতো তৃতীয় বিভাগে নেমে গেল ডার্বি। যদিও নিয়ম ভঙ্গের কারণে ২১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল তাদের। ক্লাবের বর্তমানে কোনো মালিকানাও নেই। তাই অনিশ্চিত রুনি ও ডার্বির ভবিষ্যৎ। যদিও ক্লাব পুর্নগঠনের ইচ্ছের কথা জানিয়েছেন ইংলিশ তারকা।
বিজ্ঞাপন
ডার্বির তৃতীয় বিভাগে নেমে যাওয়ার অনুভূতি জানতে চাইলে স্কাই স্পোর্টসকে রুনি বলেছেন, ‘গর্বিত। এটা একটা অদ্ভূত অনুভূতি কারণ আমরা দল হিসেবে, মাঠে ফুটবলাররা, স্টাফ, সমর্থক ও দলের উন্নতি সবকিছুই ইতিবাচক ছিল।’
‘হ্যাঁ, আমাদের অবনমন হয়েছে। কিন্তু আমি কখনো কোনো দলকে অবনমিত হওয়ার পর তাদের সমর্থকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া দেখিনি। আমার মনে হয় ভক্তরা পুরো সিজন ধরে যে সমর্থন দিয়েছেন ফুটবলারদের এটা অসাধারণ।’
বিজ্ঞাপন
‘অবশ্যই আমি হতাশ, দুঃখিত, মর্মাহত কিন্তু গর্বিত। কিছু দিক থেকে, এখন আমরা যা কিছু ঘটেছে তার নিচে একটা দাগ দিতে পারি। সত্যিই এই ক্লাবের পুনর্জন্ম শুরু করতে ও ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি।’
ক্লাবের ভবিষ্যৎ নিয়ে রুনি বলেছেন, ‘মালিকানা কারো নিতেই হবে। যদি এটা না হয় আমার ভয় হচ্ছে ক্লাবের জন্য। আমার ভয় হচ্ছে ক্লাব কোথায় গিয়ে থামবে এটা নিয়েও। ক্লাবের ভবিষ্যৎ শঙ্কায় আছে, মালিকানা বদল না হলে এখানে আমার ভবিষ্যৎও। তাই এটা হওয়া দরকার।’
‘যদি এটা হয় তাহলে আমি দলকে পুনর্গঠিত করতে চাই। আপনি দেখেন সমর্থকদের কাছে কী, এই ক্লাবটা অনেক বড় ও স্পেশাল। আর আমি তাদের আনন্দের দিনগুলো ফিরিয়ে দিতে চাই।’
এমএইচ/এটি