চেন্নাই জানে এমন পরিস্থিতি থেকে কীভাবে বের হতে হয়
এবারের আইপিএলের শুরুটা একদমই ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে জিতেছে তারা। টুর্নামেন্ট শুরুর আগেই অধিনায়কত্ব ছেড়ে দেন মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্বের ভার আসে জাদেজার কাঁধে।
গতবারও ধোনির নেতৃত্বে আইপিএলের শিরোপা ঘরে তুলেছিল চেন্নাই। অথচ শুরুর এই পারফরম্যান্সের পর গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস আদৌও প্লে অফে যেতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দলের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো বলছেন, এই পরিস্থিতি থেকে কীভাবে বেরতে হয় তা তারা জানেন।
বিজ্ঞাপন
চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচে গুজরাট টাইটানস দলের বিরুদ্ধে পুরো ম্যাচে এগিয়ে থেকেও শেষ তিন ওভারে ম্যাচ হেরে যায়। মিলার, রশিদ খান জুটি ৩ ওভারে ৪৮ রান করে গুজরাটকে এক অবিশ্বাস্য জয় উপহার দেয়। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই মৌসুমে কি গ্রুপ পর্বেই শেষ হবে চেন্নাইয়ের যাত্রা?
চেন্নাইয়ের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্র্যাভো বলেছেন, ‘এটা প্রথমবার নয় যখন আমরা এমন পরিস্থিতিতে রয়েছি। এর আগেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি। আমরা জানি এমন পরিস্থিতি থেকে কীভাবে বেরতে হয়। এটা আরও বেশি সাহায্য করে যখন তোমার টিম ম্যানেজমেন্ট, দলের মালিকরা বুঝতে পারেন যে কতটা বাহ্যিক চাপ আমাদের উপর রয়েছে।’
বিজ্ঞাপন
‘ভালো শুরু না হলে এই সব বিষয়গুলো দলকে খুব সাহায্য করে। অন্য ফ্রাঞ্চাইজি হলে এই সময়ে পরিস্থিতি হাতের বাইরে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সিএসকেতে এই সব সমস্যা নেই তাই আমরা আশাবাদী আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব।’
এমএইচ