আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, বলছেন ওয়াটসন
আইপিএলে দিল্লি-রাজস্থানের ম্যাচের শেষ ওভারের নাটকীয় ঘটনার রেশ এখনো কাটছে না। নো বল বিতর্কে নিজেদের কর্মকাণ্ডের জন্য শাস্তি পেয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত, অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও দিল্লির ব্যাটিং কোচ প্রবীণ আমরে। দিল্লির সহকারী কোচ সাবেক অজি ক্রিকেটার শেন ওয়াটসনও সেই ঘটনা মেনে নিতে পারছেন না।
রাজস্থানের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ৩৬ রান। ওভারের প্রথম ৩ বলে ৩ ছক্কা হাঁকিয়ে অসম্ভবকে সম্ভব করার আশা জাগান দিল্লির মিডল অর্ডার ব্যাটার রোভম্যান পাওয়েল। তবে ওভারের তৃতীয় বলটিকে পাওয়েল মাঠ ছাড়া করার পরই শুরু অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার।
বিজ্ঞাপন
ওবেদ ম্যাকয়ের করা ওভারের তৃতীয় বলটি ছিল হাই ফুলটস। মাঠে আম্পায়াররা সেটিকে নো বল না দেওয়ায় দিল্লির খেলোয়াড়রা ক্ষুদ্ধ হন। আম্পায়ারের নো বল না দেওয়ার সিদ্ধান্তে নাখোশ দিল্লির অধিনায়ক তখন তার ব্যাটারদের মাঠ ছেড়ে চলে আসারও ইঙ্গিত দেন। শেষ পর্যন্ত অবশ্য দিল্লির ব্যাটাররা ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন।
দিল্লির সহকারী কোচ ওয়াটসনের মতে, আম্পায়ারের সিদ্ধান্ত শিরোধার্য তবুও বিষয়টি নিয়ে যে তিনি যারপরনাই হতাশ ম্যাচ শেষে সেটা জানাতে ভোলেননি, ‘শেষ ওভারে যা হয়েছে তা সত্যিই হতাশাজনক। দুর্ভাগ্যজনকভাবে আমরা তখন ম্যাচে এমন অবস্থায় ছিলাম যে আমাদের জন্য সবকিছু ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। তখন যা হয়েছে, দিল্লি ক্যাপিটালস কখনোই তা সমর্থন করে না। আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হোক বা ঠিক, সেটা আমাদের মেনে নিতে হবে। এমন অবস্থায় আপনাকে আপনার কাজ করে যেতে হবে। আমিও তখন সে বিষয়টাই বলার চেষ্টা করছিলাম।
বিজ্ঞাপন
‘শৈশব থেকেই আমাদের শেখানো হয়েছে যে, আম্পায়ার যে সিদ্ধান্ত দেন সেটা মেনে নিতে হবে, আমাদেরও তা-ই করা উচিত ছিল।’
সেই ঘটনার প্রভাবে মোমেন্টাম হারানো দিল্লি পরের তিন বলে আর ম্যাচ বের করে আনতে পারেনি। শেষ ওভারের প্রথম ৩ বলে ৩ ছয় হাঁকানো দিল্লি এরপরের ৩ বল থেকে মাত্র ২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ওয়াটসনও ম্যাচ শেষে সেটাই বললেন, ‘ওভারের মাঝে এত বড় বিরতির কারণে আমরা মোমেন্টাম হারিয়েছি। শেষ দুই বল আমরা যেভাবে খেলেছি তা দেখে এটা নিশ্চিতভাবে বলা যায়। বিরতিতে ম্যাকয় তার লাইন লেংথ সম্পর্কে একটু ভাবার, পরিকল্পনা করার সময় পেয়েছিল। বিরতির কারণে রাজস্থানের সুবিধা হয়েছে। একটা খুবই দুর্ভাগ্যজনক বিরতি ছিল।’
৭ ম্যাচ খেলে ৩ জয় এবং ৪ হারের দেখা পাওয়া দিল্লি এখন ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।
এমএইচ