বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ কোম্পানি ‘সুইজারল্যান্ডে তৈরি ২৪কে মিন্টেড স্বর্ণবার’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।

এখন থেকে বাংলাদেশের বাজারে সুইজারল্যান্ডে তৈরি এই ২৪কে স্বর্ণবার বিভিন্ন ক্যাটাগরিতে (যেমন- ১ গ্রাম থেকে ১০০ গ্রাম) পাওয়া যাবে। সাকিব আল হাসানের রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ কোম্পানির এই উদ্যোগের সাথে রয়েছে লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস।

নতুন এই উদ্যোগ প্রসঙ্গে রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান সাকিব আল হাসান বলেন, ‘আমাদের দেশে এক সময় বিভিন্ন উৎসব বা আনন্দের মুহূর্তে সোনা উপহার দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এবং সোনার দাম বৃদ্ধির কারণে তা বদলে গেছে। সঠিক গুণমান নিশ্চিত করে সমাজের প্রতিটি মানুষের কাছে স্বর্ণ সহজলভ্য করতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমরা এই ব্যবস্থা করেছি।’

ডেকো লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কল্পন এস হোসাইন বলেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে নতুন এই পণ্যটি আনতে পেরে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস অত্যন্ত আনন্দিত। কারণ সাকিব আল হাসান নিজেই কোয়ালিটি বা মানদণ্ডের সমার্থক।’

তিনি আরও বলেন, ‘যখন আমরা কাউকে সোনার অলঙ্কার উপহার দিই, তখন সেই ব্যক্তি তা সবসময় তা পছন্দ করেন না বা সেই উপহার তার প্রয়োজন পূরণ করতে পারে না এবং এর ফলে শেষপর্যন্ত তা অব্যবহৃত থেকে যায়। আর আমাদের এই সোনার বার মূলত সেই জায়গাতেই মানুষকে অনেকটাই স্বস্তি এনে দেবে। যে কেউ নিজের পছন্দ ও ডিজাইন অনুযায়ী নিজের অলঙ্কার তৈরি করে নিতে পারবেন।’

এই সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৭৫ টাকা। এটি ১ গ্রাম, ২.৫ গ্রাম, ৫ গ্রাম, ১০ গ্রাম, ১ তোলা (১১.৬৬৪ গ্রাম), ৫ তোলা, ১ আউন্স এবং ১০০ গ্রাম আকারে পাওয়া যাচ্ছে।

এএ