ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে শেষ হবে আগামী ২৮ মার্চ। টুর্নামেন্ট শেষ হতে বাকি এখনো ৩ রাউন্ড। সুপার লিগের পাঁচ রাউন্ডের খেলায় আজ (রোববার) তৃতীয় রাউন্ডে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ ম্যাচে অধিনায়ক ইমরুল কায়েসের দলের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম ইকবালদের বিপক্ষে ম্যাচটি জিতলেই শিরোপা উল্লাসে মাতবে শেখ জামাল।

প্রিমিয়ার লিগ শুরুর পর এখনো ডিপিএল শিরোপা ঘরে তোলা হয়নি ধানমন্ডির ক্লাবটির। এবার ইমরুলের নেতৃত্বে রীতিমত অপ্রতিরোধ্য শেখ জামাল। লিগ পর্ব আর সুপার লিগ মিলিয়ে এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচের ১১টিতে জিতে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা। শিরোপার আশা থাকা অন্য দল লিজেন্ড অব রূপগঞ্জে পকেটে ১৮ পয়েন্ট। সেক্ষেত্রে আজ ম্যাচটি জিতলে দুই রাউন্ড বাকি থাকতেই শিরোপা জিতবে শেখ জামাল।

প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের এই লড়াই জমবে বিকেসপিতে। টানা সাত জয়ে উড়তে থাকা ইমরুলের দলটি আজই চাইবে চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তুলতে।

আজ সুপার লিগের তৃতীয় রাউন্ডে আরো দুইটি ম্যাচ আছে। মিরপুরে হাইভোল্টেজ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে আবাহনী লিমিটেডের বিপক্ষে। সাবারের অন্য আরেকটি মাঠে গাজী গ্রুপ মুখোমুখি নবাগত রূপগঞ্জ টাইগার্সের। এ ছয় দলের মধ্যে শুধুমাত্র শেখ জামাল পর লিজেন্ডস অব রূপগঞ্জের শিরোপার সম্ভাবনা টিকে আছে।

টিআইএস/এটি