বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের গত কয়েকটি টুর্নামেন্টে ভালো খেলে জাতীয় দলের নির্বাচকদের নজরে আসেন রেজাউর রহমান রাজা। গত বছরের শেষদিকে প্রথমবারের মতো ডাক পান জাতীয় দলে। তবে এখনো অভিষেক ক্যাপ মাথায় তুলতে পারেননি এই তরুণ পেসার। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের দলে সুযোগ পেয়ে অভিষেকের স্বপ্ন বুনছেন রাজা। বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে আইডল মানা রাজা হতে চান বাংলাদেশের পেসারদের রাজা।

আজ (সোমবার) সংবাদমাধ্যমকে রাজা বলেন, ‘আমার আইডল রুবেল ভাই। স্বপ্ন তো থাকেই ভালো কিছু করার। সেই চেষ্টা করব। ওটা না হয় পরে দেখা যাবে।’

নেট বোলার থেকে জাতীয় পর্যায়ে উঠে এসেছেন রাজা। সিলেটের এই খেলোয়াড় জাতীয় দলের তিন পেসার আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদকে দেখেই অনুপ্রেরণা পেয়েছেন। তাদের কাছে থেকে অভিজ্ঞতাও সঞ্চার করেন রাজা। গতিকে পুঁজি করে এগিয়ে নিতে চান নিজের ক্রিকেট ক্যারিয়ারকে।

রাজা বলছিলেন, ‘আপনি যত খেলবেন তত অভিজ্ঞ হবেন। যেখানেই খেলি, সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি। গত কয়েক বছর ধরে পেসাররা ভালো বল করছে। বড় ভাইরা ভালো করছেন, এটা আমাদের জন্য মোটিভেশন। তাদের দেখে অনুপ্রেরণা পাই।’

সঙ্গে যোগ করেন রাজা, ‘সব খেলোয়াড়ই অভিষেকের অপেক্ষায় থাকে। আমি অভিষেকের অপেক্ষায় আছি। সুযোগ হলে চেষ্টা করব ভালো কিছু করার। জোরে বল করাই আমার লক্ষ্য থাকে। দলের পরিস্থিতির চাহিদা মিটিয়ে ভালো জায়গায়, লাইন লেংথ ঠিক রেখে জোরে বল করা আমার লক্ষ্য।’

টিআইএস/এটি