চলতি মৌসুমের আগে হঠাৎ করে মহেন্দ্র সিং ধোনি জানিয়েছিলেন, চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বে আর থাকছেন না তিনি। তার জায়গায় চেন্নাইয়ের অধিনায়ক হন রবীন্দ্র জাদেজা। তবে আট ম্যাচ পরই তিনি দায়িত্বটা আবারও ফিরিয়ে দিলেন সেই ধোনিকেই। দীর্ঘদিনের অধিনায়ককে ছাড়া যে এমন দশাই হবে দলটির, তা আগে থেকেই জানতেন বীরেন্দর শেবাগ। তবে তিনি জানালেন, ধোনির কারণেই এখনো আশা টিকে আছে চেন্নাইয়ের।

রবীন্দ্র জাদেজা নিজের খেলায় আরও মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন জাদেজা। চেন্নাই সুপার কিংসের এই ঘোষণা আসার পরেই মুখ খুললেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। তার মনে হচ্ছে, এই বুঝি ধ্বংসস্তুপ থেকে ফিনিক্স পাখি হয়ে উঠল চেন্নাই! 

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে বলেন, ‘আমরা তো প্রথম দিন থেকেই বলে আসছিলাম, যে এমএস ধোনি অধিনায়ক না থাকলে চেন্নাই ডুববেই। দেরিতে হলেও শেষ পর্যন্ত ভাল হয়েছে। তাদের এখনও সুযোগ রয়েছে। তাদের হাতে এখনও ম্যাচ আছে, এখন তাদের ঘুরে দাঁড়ানোর সময়।’

সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা জানান, ধোনির হাত থেকে অধিনায়কত্ব অন্য কাউকে দেওয়াটাই উচিত ছিল না চেন্নাইয়ের। তিনি বলেন, ‘যখন তারা জাদেজাকে অধিনায়ক করেছিল, আমি মনে করি না যে তখন ধোনির বিকল্প কেউ ছিল দলে। এখন যখন জাদেজার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হচ্ছে, তখনও দলে ধোনির বিকল্প কেউ নেই। ধোনি দলে থাকলে তাকেই অধিনায়ক হতে হবে। ভারত যখন ২০১৯ বিশ্বকাপ খেলছিল তখনও আমি এই একই কথা বলেছি।’

অজয় জাদেজার মতে, রবীন্দ্র জাদেজা অধিনায়কত্বটা ছেড়ে দিয়ে হাঁফ ছেড়েই বাচবেন। বললেন,  ‘আমার মনে হয় জাদেজাও খুশিই হবে অধিনায়কত্বটা ছেড়ে। এটি সত্যিই তার কাঁধে একটি বিশাল বোঝা ছিল।’ নেতৃত্বটা যে তার কাঁধে বোঝা ছিল, সেটার প্রমাণ মেলে চলতি আইপিএলে তার পারফর্ম্যান্সে। ২০২২ আইপিএলে এ পর্যন্ত তিনি ৮ ম্যাচে ৯২ বল খেলে ১১২ রান করেছেন। এই রান করতে গিয়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১২১.৭, এবং তিনি প্রতি ৮.৩ বলে একটি বাউন্ডারি মেরেছেন। এছাড়াও ৮ ইনিংসে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন। বোলিং গড়টা ৪২, ইকনমিও ৮ এর ওপরে! এমন পারফর্ম্যান্সের কারণেই মূলত তিনি নেতৃত্ব ছেড়ে দিয়েছেন, গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে চেন্নাই সুপার কিংস।

এনইউ/এটি