‘গামিনীর প্রতি আক্রোশ থাকলে সেটা অন্যায় হবে’
মিরপুর স্টেডিয়ামের এক পাশে তখন চলছে শ্রীলঙ্কা দলের অনুশীলন, অন্য পাশে মাঠ পরিচর্যার কাজে ব্যস্ত গ্রাউন্ড কর্মীরা। এমন সময়ে ঘুরে গেল উপস্থিত ফটো সাংবাদিকদের ক্যামেরার লেন্স। গ্রাইন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনকে নিয়ে সোজা সেন্ট্রাল উইকেট দেখতে হাজির এই বিভাগের চেয়ারম্যান মাহাবুব আনাম। মাঠের অন্যপাশ থেকে সেদিকে হনহন করে ছুটতে দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পিচ কিউরেটর গামিনী ডি সিলভাকে।
গামিনীর সঙ্গে বিসিবির রয়াসনটা দীর্ঘদিনের। বাংলাদেশের ক্রিকেটের ঘরের ছেলে বলা যায় শ্রীলঙ্কান কিউরেটর গামিনীকে। ২০০৮ সালে দায়িত্ব নিয়ে ১৪ বছর এ দেশে আছেন তিনি। তবে দীর্ঘ এই ক্যারিয়ারে সমালোচনা আর কটু কথাই বেশি হজম করতে হয় তাকে। কারণ, বাংলাদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক সিরিজ মানেই তার দীর্ঘদিন আগ ধরে আলোচনায় উইকেট প্রসঙ্গ। সে আলোচনায় বাড়তি খোঁড়াক গামিনী। কোনো ম্যাচ হারলেই সংবাদমাধ্যম থেকে সমর্থক, এমনকি ক্রিকেটাররাও কাঠগড়ায় তোলেন তাকে।
বিজ্ঞাপন
তবে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম শোনালেন ভিন্ন কথা। গামিনীকে ব্যক্তিগত আক্রমণ করা হলে সেটি অন্যায় হবে বলে জানালেন তিনি। কারণ হিসেবে জানিয়েছেন, মিরপুরে যতগুলো খেলা হয় এমন আর কোনো নজির নেই ক্রিকেট বিশ্বে।
গামিনীর পাশে দাঁড়িয়ে মাহাবুব বলছিলেন, ‘আমি কাউকে নিয়ে আলাদাভাবে মন্তব্য করব না। আপনারা খালি মেপে দেখবেন, মিরপুরের মতো স্টেডিয়ামে আমরা ৬০ দিনের বেশি খেলা উচিত নয়, সেখানে জানুয়ারি থেকে শুরু করে ১২০ দিন খেলেছি আমরা।’
বিজ্ঞাপন
কিউরেটর গামিনীকে দায়মুক্ত করে নিজেকে ও বোর্ডকে দায়ের মধ্যে রাখলেন মাহাবুব, ‘এখানে স্বয়ং বিধাতা এসেও আমার মনে হয় না কোনোভাবে (উইকেট ভালো) করা সম্ভব। দায়টা আমি নেব, আমাদের বোর্ড হিসেবে নেওয়া উচিত।’ এত ব্যস্ত সূচির মধ্যে ভালো উইকেট করা অসম্ভব সেটাই বোঝাতে চেয়েছেন বিসিবির অন্যতম সিনিয়র এই পরিচালক।
সঙ্গে যোগ করনে মাহাবুব, ‘বোর্ড যেভাবে পরিচালিত হয়েছে এই চার মাসে আপনাদের আমি যেটা বললাম। আপনারা যদি কাউকে (গামিনী) ব্যক্তিগত আক্রোশ করেন আমার মনে হয় এটা খুব অন্যায় হবে। কারণ এই মাঠে যে জয়গুলো আছে তার মালাটাতো অন্য কাউকে পরাতে পারি। কিন্তু মালাটাতো আমরা বোর্ডই নিই।’
গামিনীকে শুধু দোষের ভাগই কেন দেওয়া হচ্ছে জানতে চান গ্রাউন্ডস বিভাগের প্রধান। বাংলাদেশ ক্রিকেটে যত অর্জন তার সিংহভাগই এসেছে মিরপুরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়, নিউজিল্যান্ডকে ধবলধোলাই, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়- এসব অর্জনের ভাগও গামিনীকে দিতে বললেন তিনি।
মাহবুবের ব্যাখ্যা, ‘আপনারা কিন্তু জয়গুলো দেখেননি, আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিপক্ষে টেস্ট জয় করেছি। আমরা নিউজিল্যান্ডের মতো দলকে একই মাঠে ৪-০ তে হারিয়েছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছি এবং সব দলের বিপক্ষে জিতেছি। আমাদের যে সমালোচনাগুলো হয় তা অজ্ঞতার কারণে হয়। আমরা যদি বৈজ্ঞানিকভাবে উপলদ্ধি করি, তাহলে অনেক কিছু ভালো শোনাবে। ’
টিআইএস/এজেড/এইচএমএ