অফ ফর্ম আর ইনজুরিতে জাতীয় দল থেকে একপ্রকার হারাতে বসেছিলেন নাঈম হাসান। ছিলেন না ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে। শেষ মুহূর্তে মেহেদী হাসান মিরাজের চোট জায়গা করে দেয় তাকে। প্রায় দীর্ঘ ১৫ মাস পর বাংলাদেশের জার্সিতে খেলতে নেমে নিজের জাত চিনিয়েছেন নাঈম।

অফ স্পিন ঘূর্ণিতে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে রাঙিয়েছেন নিজের প্রত্যাবর্তন। এতে লঙ্কানরা গুটিয়ে যায় ৩৯৭ রানে। সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ দল।

চট্টগ্রাম টেস্টে ফিরেই গতকাল রোববার প্রথম দিনের সকালে নেন ২ উইকেট। এরপর নিজেকে হারিয়ে খুঁজছিলেন নাঈম। সুবিধা করতে পারছিলেন না, বল হাতে বেলাচ্ছিলেন রান। এরপর কথা বলেন সাকিব আল হাসান আর অধিনায়ক মুমিনুল হক সৌরভের সঙ্গে। টোটকা নিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। পরে কিপটে বোলিংয়ে আজ সোমবার লঙ্কানদের ৪ উইকেট নেন। সাকুল্য ৬ উইকেটে ক্যারিয়ার সেরা বোলিং নাঈমের।

দ্বিতীয় দিনের খেলা শেষে প্রশংসা বন্যায় ভাসালেন সাকিব আর মুমিনুলকে, ‘উইকেটটা খুব ভালো। ওখানে রান ছাড়া বল করার পরিকল্পনা ছিল ভালো জায়গায়। সাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল আমার। গতকালকে সাকিব ভাই, কোচ ও সৌরভ (মুমিনুল) ভাইদের সঙ্গে কথা বলেছি উইকেট কি ডিমান্ড করছে, ওই অনুযায়ী বল করার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে সাফল্য এসেছে।’

সঙ্গে যোগ করেন নাঈম, ‘আসলে সাকিব ভাই তো আমাদের সঙ্গে কথা বলে। সৌরভ ভাইও কথা বলে। উনাদের কাছে তো পুরো টিমের দায়িত্ব। তো সাকিব ভাই ছোট ছোট বিষয়গুলো বলে দেয়, মানে এখন এরকম করতে হবে, যেটা অনেক উপকার হয়।’

প্রায় সাড়ে ৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার নাঈমের। এর আগে খেলেছেন মোটে ৭ টেস্ট। এতেই গায়ে সেঁটে গেছে টেস্ট ক্রিকেটারের তকমা। এর মধ্যেও অফ ফর্ম আর ইনজুরির কারণে প্রায় ১৫ মাস ছিলেন জাতীয় দলের বাইরে। ফেরার পর কী ভাবনা ছিল নাঈমের?

জবাবে নাঈমের ব্যাখ্যা, ‘আসলে আমার ওরকম কোনো কিছু চিন্তা ছিল না। আমার চিন্তা ছিল যখন মিরাজ ভাই ইনজুরিতে পড়ছে তখন খারাপ লাগছে। যখন খেলেছি, চিন্তা ছিল আমি শতভাগ এফোর্ট দেব, দিনশেষে ফল যাই আসুক যেন বলতে পারি শতভাগ এফোর্ট দিয়েছি।’

৬ উইকেট নিয়ে প্রত্যাবর্তন রাঙিয়েছেন নাঈম। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আহে বেশ কয়েকবার ৫ উইকেট নিলেও ৬ উইকেটের স্বাদ প্রথমবার পেলেও। এই পারফরম্যান্সকে কোথায় রাখবেন তিনি? নাঈম বলছিলেন, ‘আসলে এটা এগিয়ে রাখা বলতে সব ৫ উইকেটই তো অন্যরকম। বিশেষত এটা খুব ভালো উইকেটে পাঁচ উইকেট পেয়েছি, এজন্য একটু এগিয়ে রাখব।’

টিইআইএস/এনইউ