বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন কাসুন রাজিথা। আর এই পেসারের মাধ্যমেই ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে শ্রীলঙ্কা। নিজের প্রথম ওভারে মাত্র দুই রানে নাজমুল হোসেন শান্তকে নিজের শিকার বানান রাজিথা। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হওয়ার আগে ২২ বল খেলে মোটে ২ রান করেছিলেন শান্ত।

এরপর নিজের চতুর্থ ওভারে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হককেও আউট করেছেন রাজিথা। তার ভেতরের দিকে আসতে থাকা বলের বাঁক বুঝতে ভুল করে বোল্ড হয়ে ফিরে গেছেন মুমিনুল। শান্তর মতো মুমিনুলও দুই রানের বেশি করতে পারেননি।

মধ্যাহ্ন বিরতির পরপরই ফিফটি করা মাহমুদুল হাসান জয়কেও হারিয়েছিল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২.১ ওভারে ৩ উইকেটে ১৮৭ রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ১১৫ রানে অপরাজিত রয়েছেন, তার সঙ্গে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। চার বল খেললেও এখনো রানের খাতা খুলতে পারেননি তিনি।

এইচএমএ/এটি