প্রথমবার অধিনায়ক হয়েই নবাগত গুজরাট টাইটানসকে আইপিএল শিরোপা জিতিয়েছেন হার্দিক পান্ডিয়া। আসরজুড়ে তার ঠাণ্ডা মাথার অধিনায়কত্ব ছিল আলোচনার কেন্দ্রে। ফাইনালে তার দায়িত্বশীল অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে মুগ্ধতার আবেশ ছড়িয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার তো সরাসরি বলে দিলেন, পান্ডিয়ার মাঝে তিনি মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পাচ্ছেন।

আইপিএল ফাইনালে তার পারফরম্যান্স দেখে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির সঙ্গে তার মিল খুঁজে নিয়েছেন সঞ্জয়, ‘হার্দিক দারুণ বোলিং করেছে। ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ পজিশন চার নম্বরে নেমে বুঝেশুনে খেলেছে। তার অধিনায়কত্ব অনেকটা ধোনির মতো। ম্যাচের ভাব বুঝে সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক হিসেবে তাকে বেশ স্বচ্ছন্দ মনে হয়েছে।’

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন পান্ডিয়ার মাঝেই ভারতের পরবর্তী অধিনায়ককে খুঁজে পাচ্ছেন। এক টুইটে ভন লিখেছেন, ‘নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে গুজরাটের অর্জনটা দুর্দান্ত। যদি ভারতীয় দলে আগামী দুই বছরের মধ্যে নতুন কোনো অধিনায়কের প্রয়োজন পড়ে, তাহলে আমি পেছনে ফিরে তাকাব না।’

হার্দিক পান্ডিয়া নিজে অবশ্য এখনো ভারতের অধিনায়ক হওয়ার ইচ্ছের কথা প্রকাশ করেননি। তবে আইপিএল জিতেই জানিয়েছেন, তার পরবর্তী লক্ষ্য ভারতের হয়ে বিশ্বকাপ জেতা, ‘আমার লক্ষ্য ভারতের হয়ে বিশ্বকাপ জেতা, যেভাবেই হোক। এজন্য আমার যা করা প্রয়োজন সব করতে রাজি আছি। সবসময়ই আমি নিজের দলকে এগিয়ে রাখতে বিশ্বাসী। আমার জন্য লক্ষ্য তাই সাধারণ, দল যেনো আমার পুরোটা পায়।’

এইচএমএ/এটি