সাকিবের সঙ্গে নিলামে আছেন মুশফিকও/ছবি: ইএসপিএন ক্রিকইনফো

আইপিএল নিলামে শুরুতে নাম লেখাননি মুশফিকুর রহিম। তবে শেষ মূহুর্তে ইংলিশ পেসার মার্ক উড ছিটকে যাওয়ায় তার জায়গায় নাম উঠেছে বাংলাদেশের সাবেক অধিনায়কের। তার ভিত্তিমূল্য ধরা হচ্ছে ১ কোটি ভারতীয় রুপি। 

বাংলাদেশি এই উইকেটরক্ষক এর আগে আরও ১৩ বার নাম লিখিয়েছিলেন আইপিএলের নিলামে। তবে একবারও কোনো দল আগ্রহ দেখায়নি তার প্রতি। আইপিএলের ১৪তম আসরে এসে এবার শুরুতে নিলামে নামই লেখাননি তিনি।

তবে শেষ মূহুর্তে এসে নিলামে নাম লেখানোর কারণ, ইংলিশ পেসার মার্ক উডের সরে যাওয়া। তার বদলেই নিলামে ঢুকেছেন তিনি। ২০২১ সালের আসরের জন্য ভিত্তিমূল্য ১ কোটি রুপি ধরা হয়েছে তার। উইকেটরক্ষকদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে তার। এক্ষেত্রে মুশফিকের উপরে আছেন কেবল স্যাম বিলিংস। তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি ধরা হয়েছে।

মুশফিক ছাড়াও আজকে নিলামে উঠবেন আরও চার বাংলাদেশি। এদের মধ্যে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য সবচেয়ে বেশি। তাকে দলে টানতে হলে কোনো দলের ন্যূনতম ২ কোটি রুপি খরচ করতে হবে। মুস্তাফিজ আছেন মুশফিকের সমান এক কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে। এতে আছেন মাহমুদউল্লাহ ও সাইফউদ্দীনও। মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লক্ষ রুপি আর সাইফউদ্দীনের ভিত্তিমূল্য ৫০ লক্ষ রুপি। 

আজ বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৪তম আসরের নিলাম। যেখানে দল পাওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ ২২ বিদেশির। আর সব মিলিয়ে মোট ৬১ জন ক্রিকেটারকে টানতে পারবে দলগুলো।

এনইউ/এটি