ক্রিকেট ভদ্রলোকের খেলা, ক্রিকেট আভিত্যের খেলা। সেই আভিজাত্য ধরে রাখতে গিয়ে ক্রিকেট মাঠে প্রাণ বিসর্জন দেওয়ার ঘটনা নেহায়েত কম নয়। এবার প্রাণ ঝরলো আরও এক ক্রিকেটারের। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন মহেশ নালাওয়াদে নামের এক ভারতীয় ক্রিকেটার।

রমন লাম্বা, ওয়াসিম রাজা, জুবাইর আহমেদ, ফয়সাল আহমেদ, জন উইলিয়ামস, রিচার্ড বোউমন্ট, ইয়ান ফোলি, আব্দুল আজিজ, জর্জ সামার্স, ড্যারিন র‍্যান্ডার কিংবা ফিল হিউজদের কতোজন মনে রেখেছে? তারা সবাই ক্রিকেট মাঠে প্রাণ দিয়েছেন। এই তালিকার অধিকাংশ ক্রিকেটারের মৃত্যু হয়েছে বল বা ব্যাটের আঘাতে। তবে জাতীয় দলের হয়ে না খেললেও তাদের থেকে ব্যতিক্রম হয়ে থাকলেন নালাওয়াদে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার।

ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের কাছে জুন্নার এলাকায় স্থানীয় এক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিলেন নালাওয়াদে। ব্যাটিং করার অবস্থায় ইনিংসটি আর শেষ করতে পারেননি তিনি। ফিল হিউজের মতোই নট আউট থেকে জীবনের ইনিংস শেষ করেন নালাওয়াদে। মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

ম্যাচ চলাকালীন হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা এই ব্যাটসম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও চিত্রে দেখা যায় নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে বোলারের ডেলিভারির অপেক্ষা করছিলেন নালাওয়াদে। এমনকি দুর্ঘটনার কয়েক মিনিট আগেও উইকেটে থাকা পার্টনারের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। আম্পায়ারের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাকে। 

একটি ডেলিভারির শেষে সেই ব্যাটসম্যান আম্পায়ারের কাছে জানতে চান ওভারে আর কত বল অবশিষ্ট রয়েছে। তারপরই দেখা যায় সেই ব্যাটসম্যান অজ্ঞান হয়ে মাঠেই পড়ে যান। সঙ্গে সঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নালাওয়াদে।

টিআইএস/এটি