গতির জাদুতে ভারতীয় ক্রিকেটকে মোহিত করেছেন উমরান মালিক। গত আইপিএলে নিয়মিত ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করে আসরের অন্যতম আলোচিত নাম তিনি। ঘরের মাঠে চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেতে তাই বেগ পেতে হয়নি মোটেই। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তার জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি। তবে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করেন, বিশ্বকাপের মতো আসরে খেলার উপযুক্ত এখনো হয়ে উঠেনি উমরান।

আইপিএলে উমরানের বোলিং দেখে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে দেখতে চেয়েছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন-কেভিন পিটারসেনরা। তবে তাদের সঙ্গে মোটেই একমত নন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ শাস্ত্রী। ইএসপিএন ক্রিকইনফোর এক আলোচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশে উমরানের নাম থাকা উচিৎ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘না, টি-টোয়েন্টিতে এখনো না। তাকে তৈরি করুন। দলের সঙ্গে নিয়ে যান। যদি খেলাতেই চান, তাহলে সাদা বলে আগে ৫০ ওভারের ক্রিকেটে খেলান অথবা লাল বলের ক্রিকেটেও খেলাতে পারেন। দেখেন সেখানে কেমন করে।’

একই আলোচনায় উমরান প্রসঙ্গে সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির মত, ‘উমরানকে সবসময় ভারতীয় দলের সঙ্গে রাখা উচিৎ। সে স্কোয়াডে থাকবে কি না সেটা মুখ্য নয়। তাকে ঠিকঠাক পরিচর্যা করতে হবে। তার সময় আসবে।’

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত আইপিএলে ১৪ ম্যাচ খেলে ২২ উইকেট তুলে নিয়ে আসরের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন উমরান মালিক।

এইচএমএ