যৌন নির্যাতনের অভিযোগে স্পেনে আটক জার্মান ফুটবলার
স্পেনের ইবিজায় যৌন নির্যাতনের অভিযোগে আটক হয়েছেন বুন্দেসলিগায় খেলা এক জার্মান ফুটবলার। ইবিজার সান জোসেতে একটি ভিলায় ১৮ বছর বয়সী এক স্প্যানিশ তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে সেই ফুটবলারের বিরুদ্ধে। গত বুধবার (৮ জুন) এক সঙ্গী সহ ওই ফুটবলারকে আটক করেছে স্পেনের সিভিল গার্ড।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এবং সান নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে হাসপাতালে নেওয়া হয়। আটক ফুটবলারকে আদালতে তোলা হয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
— Mirror Football (@MirrorFootball) June 11, 2022
সিভিল গার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ইবিজায় এক নারী যৌন নির্যাতনের অভিযোগ করার পর দুইজন জার্মান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।’ মিররের সূত্র নিশ্চিত করেছে যে সেই দুই জার্মান নাগরিকের একজন বুন্দেসলিগায় খেলা ফুটবলার।
জার্মান সংবাদমাধ্যমে এখনো বিষয়টি নিয়ে তেমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। ইবিজার সংবাদমাধ্যম ঘটনার সংবাদ প্রকাশ করলেও আটক দুই জার্মান নাগরিকের নাম-পরিচয় গোপন রেখেছে তারা।
বিজ্ঞাপন
এইচএমএ