সাইফউদ্দিনের প্রশ্ন : ঢাকায় একই গতিতে গাড়ি চালাতে পারবেন?
মোহাম্মদ সাইফউদ্দিন আর ইনজুরি যেন প্রতিশব্দ হয়ে উঠেছে। ২০১৭ সালে বাংলাদেশ দলে অভিষেকের পর একের পর এক চোটে মাঠের থেকে বাইরেই সময় কাটছে বেশি। এই ৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে সমান ২৯টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। পিঠের চোট কাটিয়ে এখনো পুরোদমে সুস্থ হননি তিনি। তবে সুযোগ পেয়েছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে।
সাইফউদ্দিন ঠিক জানেন না এ দফায় কতদিন টিকতে পারবেন। তবে এসব নিয়ে এখন আর ভাবেন না তিনি। কৌশলী সাইফউদ্দিন জানালেন, ঢাকায় গাড়ি চালালে একই গতিতে চালানো সম্ভব নয়, ব্রেক করতেই হবে। এভাবেই নিজের ক্যারিয়ার আর ইনজুরিকে বিশ্লেষণ করেন ২৫ বছর বয়সী এই তরুণ।
বিজ্ঞাপন
রোববার মিরপুরে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইফউদ্দিন বলেন, ‘আসলে প্রত্যেকটা মানুষের জীবনে ব্রেক থাকেই। আপনি যদি ঢাকায় গাড়ি চালান, একই গতিতে চালাতে পারবেন? ব্রেক দিতেই হবে। তো প্রত্যেকটা মানুষের জীবন (আলাদা), যারা অনেক ভাগ্যবান, দীর্ঘ সময় খেলে যেতে পারে ইনজুরি ছাড়া, দল থেকে খুব কম বের হয়। অধিকাংশ পেস বোলারই ইন এন্ড অফ থাকে। তো এটা জীবনেরই অংশ।’
সঙ্গে যোগ করেন সাইফউদ্দিন, ‘জানি না আবার কতদিন খেলতে পারব। পারফরম্যান্স বা ইনজুরির একটা বিষয় আছে। চেষ্টা তো করছি, তবে কি হবে না হবে সেটা কারো হাতে নেই। তো এটা মাথায় নিয়ে কাজ করা বা এগিয়ে যাওয়া। কিছুটা ব্যাডলাক। হয়তোবা আর পাঁচটা পেস বোলারের চেয়ে আমিই কিছু আনলাকি। তবে এটা জীবনের অংশ। এটা মেনে নিয়েই চলছি।’
বিজ্ঞাপন
পিঠের চোটের কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান সাইফউদ্দিন। এ কারণে আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, জাতীয় ক্রিলেট লিগের আসরগুলো। সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে ফিরেছেন ক্রিকেটে। বল হাতে আলো ছড়ানোর পর চিকিৎসার জন্য ইংল্যান্ড যান সাইফউদ্দিন। সেখান থেকে ফিরে এখন রিহ্যাবে চলছে তার।
ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে আছেন সাইফউদ্দিন। বর্তমান অবস্থা জানিয়ে বলেন, ‘অনুশীলন, রিহ্যাব, জিম করছি, এতদিন যেভাবে করে এসেছি। একই প্রক্রিয়া অনুসরণ করছি। হয়তো স্কিলটা ওভাবে শুরু করিনি। ১৫ তারিখের পর থেকে শুরু করব। ফিটনেস বলেন রিহ্যাব বা জিম, এখন এগুলো নিয়মিত করছি।’
টিআইএস/এটি/