ক্যাচ ছাড়ার মাশুল দিচ্ছে বাংলাদেশ
উন্ডিজের পেসারদের বিধ্বংসী বোলিং তোপে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১০৩ রানে। এরপর ফিল্ডিংয়ে নেমে শুরুতেই উইকেট নেওয়ার রাস্তা তৈরি করেছিল সফরকারীরা। তবে ক্যাচ মিস করেন মুমিমুল হক। সেই সুযোগ পেয়ে ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তুলেছে ক্যারিবীয়রা।
দ্বিতীয় সেশনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ১৫ রান তুলেছে স্বাগতিকরা। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৯ এবং আরেক ওপেনার জন ক্যাম্পবেল ১ রানে অপরাজিত আছেন। এই সেশনে উইন্ডিন ব্যাটিং করেছে পাক্কা ১৫ ওভার। যেখানে ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে ওভার প্রতি ১ রান করে তুলেছে তারা।
বিজ্ঞাপন
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ টেস্ট খেলেছেন মুস্তাফিজুর রহমান, প্রায় দেড় বছর আগে চট্টগ্রামে প্রতিপক্ষ ছিল এই উইন্ডিজ। সেই উইন্ডিজের বিপক্ষে প্রায় দেড় বছর পর সাদা পোশাকে প্রত্যাবর্তন বাঁহাতি পেসারের। ফেরাটা দুর্দান্তভাবে রাঙেতে পারতেন তিনি, তবে সেটি হয়নি মুমিনুলের কারণে।
ইনিংসের তৃতীয় ও মুস্তাফিজের দ্বিতীয় ওভারের একটি বল লেগে ফ্লিক করতে চেয়েছিলেন ব্র্যাথওয়েট। ব্যাটে-বলে ঠিকমত সংযোগ হয়নি। ক্যাচ যায় লেগ গালিতে, কিন্তু মুমিনুল ধরতে ব্যর্থ হন। শূন্য রানে জীবন পান উইন্ডিজ অধিনায়ক।
বিজ্ঞাপন
তবে উইকেট না পেলেও চাপ অব্যাহত রাখে সফরকারী পেসাররা। স্বাগতিকরা প্রথম ৫ ওভারে কোনো রান তুলতে পারেনি। ৬ষ্ঠ ওভারের দ্বিতীয় বলেক্যাম্পবেলের ব্যাটে প্রথম রান আসে। দুই ওপেনারই খেলতে থাকেন সাবধানে। বলের পর বল ছাড়ছেন, ডট দিচ্ছেন। দুজনেই দিচ্ছেন ধৈর্যের পরীক্ষা। যেন বাংলাদেশ দলকে টেস্টের ছবক দিচ্ছেন!
চা বিরতিতে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ১৫ রান তুলেছে উইন্ডিজ। বাংলাদেশ থেকে এখনো ৮৮ রানে পিছিয়ে থেকে ব্র্যাথওয়েট ৯ এবং ক্যাম্পবেল ১ রান নিয়ে দিনের তৃতীয় ও শেষ সেশনের খেলা শুরু করবেন।
এর আগে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১০৩ রানে থামে বাংলাদেশ দলের প্রথম ইনিংস।
টিআইএস/এসএসএইচ