নারীদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারের আসরের অপরাজিত চ্যাম্পিয়ন সাদাকালোরা। রান রেটের মারপ্যাঁচে রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদকে পিছিয়ে ফেলে শিরোপা উৎসবে মাতে সালমা খাতুন, রুমানা আহমেদরা।

আজ শনিবার সাভার বিকেএসপিতে ভিন্ন দুই ম্যাচে মাঠে নামার কথা ছিল মোহামেডান আর রানার্সআপ রূপালি ব্যাংকের। লিগের শেষ ম্যাচে শারমিন আক্তার সুপ্তাদের প্রতিপক্ষ ছিল ইন্দিরা রোড ক্রীড়াচক্র। একই সময় রূপালী ব্যাংকের খেলা কথা খেলাঘরের বিপক্ষে। কিন্তু বৃষ্টিতে দুটি ম্যাচটি ভেস্তে যায়।

ম্যাচ দুটি মাঠে না গড়ানোয় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। তাতে মোহামেডান ও রূপালী ব্যাংক- উভয়েরই পয়েন্ট দাঁড়ায় সমান ১৮ করে। তবে রান রেটে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় মোহামেডান।

এবারের নারী ডিপিএলে ১১ ম্যাচের মধ্যে মোহামেডান খেলেছে ৯ ম্যাচ। রূপালি ব্যাংকও খেলেছে সমান ৯ ম্যাচ। দু’দলের বাকি ম্যাচগুলো বৃষ্টিতে ভেসে যায়। দুই দলের কেউই কোনো ম্যাচ হারেনি এবার।

টিআইএস/এটি/এইচএমএ