প্রবল বর্ষণ যাকে বলে, সেই মুষলধারা বৃষ্টি অবশ্য নেই ডমিনিকায়। থেমে থেমে হওয়া বৃষ্টির স্থায়িত্বও খুব বেশি নয়। তবে ঘুরেফিরেই বাগড়া বসাচ্ছিল বৃষ্টি। তাতেই বিলম্বিত বাংলাদেশ বনাম উইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ সময় রাত ১১.৩০টায় খেলা শুরুর সময় থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে এখনো টস হয়নি। সে কারণে খেলার দৈর্ঘ্যও কমে এসেছে ৪ ওভার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে।

নিয়ম বলছিল, ম্যাচ শুরুর নির্ধারিত সময় থেকে পরবর্তী ৭০ মিনিটের মধ্যে খেলা শুরু করা না গেলে ম্যাচ যাবে কার্টেল ওভারে। সেটাই হয়েছে আজ রোববার। নির্ধারিত সময়ের ১০৫ মিনিট পর খেলা শুরু হওয়ার কারণে খেলার দৈর্ঘ্য কমে গেছে ৪ ওভার করে। পাওয়ারপ্লেতেও ওভার কমে গেছে একটি।

উইন্ডসর পার্কের ভেজা আউটফিল্ডের কারণে অসন্তুষ্টিটা সৃষ্টি হয়েছে বোলিং মার্ক নিয়ে। সেই জায়গাটা এখনো শুকায়নি। সে কারণে এখনো দুই অধিনায়ক টসেও নামতে পারেননি। সে কারণে ম্যাচ শুরুতেও দেরি হচ্ছে বেশ।

টিআইএস/এনইউ