কলব্রিজেও রানার আপ ঢাকা পোস্টের সজল
বিএসজেএ কলব্রিজের চ্যাম্পিয়ন মাহবুব আলম খান বাবু (মাঝে), রানার্স আপ তরিকুল ইসলাম সজল (ডানে) ও তৃতীয় নুর উদ্দিন/বিএসজেএ
ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালে ক্যারম ডিসিপ্লিনে একটুর জন্য চ্যাম্পিয়ন হওয়া হয়নি ঢাকা পোস্টের তরিকুল ইসলাম সজলের। আজ কলব্রিজ ডিসিপ্লিনেও একই নিয়তি বরণ করতে হলো তাকে।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনে অনুষ্ঠিত কলব্রিজ ডিসিপ্লিনে আজ শনিবার বিজয়ীর হাসি হেসেছেন ফ্রিল্যান্সার মাহবুব আলম খান বাবু। ঢাকা পোস্টের সজল রানার আপ ও এসএ টিভির নুর উদ্দিন তৃতীয় হন। ফাইনালের আরেক প্রতিদ্বন্দ্বী ছিলেন দ্য ডেইলি স্টারের রামিন তালুকদার। তবে তিনি নিজেকে সেরা তিনে মধ্যে রাখতে পারেননি।
বিজ্ঞাপন
গতকাল ক্যারম দ্বৈত ইভেন্টে ঢাকা পোস্টের সজল জাগো নিউজের শাহাদাৎ আহমেদ সাহাদের সঙ্গে জুটি গড়ে রানার আপ হয়েছিলেন। আজ আরেকটি ডিসিপ্লিনে দ্বিতীয় সেরা হলেন তিনি।
কলব্রিজ ডিসিল্পিনে আজ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন। চার জন করে চারটি গ্রুপে খেলা হয়। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ পরবর্তী রাউন্ডে উঠেন। পরের রাউন্ড থেকে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ ফাইনালে ওঠে।
বিজ্ঞাপন
আগামীকাল এই কার্নিভালে রয়েছে সাঁতার ও দাবা ডিসিপ্লিন। পরশু দিন আরচ্যারি ও শুটিংয়ের মাধ্যমে কার্নিভাল সমাপ্ত হবে।
এজেড/এনইউ