ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে স্বপ্নের মতো একটি মৌসুম পার করার পর জাতীয় দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। উইন্ডিজ সফরে ৮ বছর পর টেস্ট খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও প্রত্যাবর্তন হলো তার। প্রায় ৭ বছর পর কুড়ি ওভারের ফরম্যাটে বাংলাদেশ দলের একাদশে সুযোগ পেয়েছেন বিজয়।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজ ০-২ ব্যবধানে হারের পর এবার টি-টোয়েন্টির লড়াই। ৩ ম্যাচ সিরিজের প্রথম দুটি হবে ডমিনিকায়। প্রায় ৫ বছর পর এই ভেন্যুতে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ দিয়ে। যেখানে আজকের ম্যাচে উপস্থিত থাকার কথা আছে ডোমিনিকার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউট ফিল্ডের কারণে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর অর্থাৎ ১.১৫টায় বল মাঠে গড়াবে। যেখানে নির্ধারিত সময়ের পৌনে ২ ঘণ্টা পর টস হলে সেটি পক্ষে কথা বলে স্বাগতিকদের। যেখানে জয়ের পর ব্যাট বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত জানান নিকোলাস পুরাণ।

এ ম্যাচ দিয়ে বিজয় ফিরলেও ইনজুরি কাটিয়ে ওঠার পরেও অপেক্ষা বেড়েছে ডানহাতি পেসার তাসকিন আহমেদের। তিন পেসার না খেলিয়ে দুই পেসার আর তিন স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল।

প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের একাদশ-
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

টিআইএস