গায়ানার উইকেট ধীরগতির, এ নিয়ে শেষ দুই ম্যাচে কথা কম হয়নি। এবার সেই উইকেটের পুরো ফায়দাটা নিতে স্পিন আক্রমণ আরও শক্তিশালী করেছে বাংলাদেশ, নামছে ৫ স্পিনার নিয়ে।

যার ফলে টানা দুই ম্যাচে দুই পেসারকে ত্যাগ স্বীকার করতে হলো। আগের ম্যাচে দলে জায়গা হারিয়েছিলেন তাসকিন আহমেদ, তার জায়গায় দলে ঢুকেছিলেন মোসাদ্দেক হোসেন। এবার তৃতীয় ওয়ানডেতে শরিফুল ইসলামকে সরিয়ে দলে আনা হয়েছে স্পিনার তাইজুল ইসলামকে। এর ফলে দুই বছর পর আবারও রঙিন জার্সি গায়ে চড়াবেন বাঁহাতি এই স্পিনার।

ওদিকে উইন্ডিজ দলেও পরিবর্তন আছে একটি। দলে জায়গা হারিয়েছেন কাইল মায়ার্স। তার জায়গায় দলে ঢুকেছেন কেসি কার্টি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকলাস পুরান (অধিনায়ক-উইকেটরক্ষক), শেই হোপ, রভম্যান পাওয়েল, শামার ব্রুকস, ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মটি, আলজারি জোসেফ, আকিল হোসেন।

এনইউ