উইন্ডিজে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ৪ উইকেটে যখন জিতল বাংলাদেশ দল, তখন দেশের ঘড়িতে রাত ৩টার কাটা ছুঁয়েছে। টাইগার ক্রিকেটের পাড় সমর্থকদেরও এরপর আর জেগে থাকার কথা নয়। তবে দেশের আকাশে ভোর নামতেই যেন দেশের ক্রিকেটে বাজল বিষাদের বিউগল। বাংলায় ১১ ও ইংরেজিতে ৯ শব্দের একটি ফেসবুক স্ট্যাটাসে ক্রিকেটের তিন দরজার একটি নিজের জন্য বন্ধ করে দিলেন তামিম। ঘোষণা দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে নিজের বিদায়ের।

দীর্ঘদিন ধরেই এই ফরম্যাটে নেই তামিম। স্বেচ্ছা-বিরতি কাটিয়ে যে আর ফিরবেন না তা একপ্রকার অনুমেয় ছিল। সেটিই আনুষ্ঠানিকভাবে জানালেন এদিন।

আরও পড়ুন>> টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন তামিম ইকবাল

ঠিক ৩ দিন আগে আরো একটা ঘোষণা দিয়েছিলেন ওয়ানডে দলের অধিনায়ক। ক্যারিবীয় সফরে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রেজেন্টেশনে জানান, ২০২৩ বিশ্বকাপ দিয়ে ইতি টানতে পারেন এই ফরম্যাটের। সঙ্গে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের কথাও উল্লেখ করেন।

সে সময় তামিম বলেন, ‘২০২৩ বিশ্বকাপ সম্ভবত আমাদের সবার জন্য সবচেয়ে বড় ইভেন্টের একটি হবে। বিশেষ করে আমাদের চারজনের, (আমি, সাকিব, মুশফিকুর এবং মাহমুদউল্লাহ) যাদের সম্ভবত সেখানেই শেষ হবে (ক্যারিয়ার)। আমাদের সম্ভাব্য সর্বোত্তম সমন্বয় তৈরি করতে হবে এবং দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

আরও পড়ুন>> তামিম মিথ্যাচার করেছে : পাপন

এই ঘটনার ৩ দিন পর টি-টোয়েন্টি অবসরের দিন ওয়ানডেতে অবসর নিয়ে নতুন তথ্য দিলেন তামিম। এবার জানালেন, কথা প্রসঙ্গে বা কথার টানে আগের কথাগুলো এভাবে বলে ফেলেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপ খেলেই অবসরের ভাবনা নয়, বরং ২০২৩ বিশ্বকাপ তাদের শেষ বিশ্বকাপ হতে পারে, আবার নাও হতে পারে। কারণ এই সংস্করণে আরো খেলে যেতে চান তামিম।

তামিম বলেন, ‘একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। গত প্রেজেন্টেশনে বলেছিলাম- আমাদের ৪ জনের সম্ভবত ইতি ঘটবে ২০২৩ বিশ্বকাপে। এটা আসলে ‘স্লিপ অব টাং’ ছিল। আমি বলতে চেয়েছিলাম এটা আমাদের ৩ জনের শেষ বিশ্বকাপ হতে পারে। বাকিরা কখন শেষ করবে, কতদিন বলবে এটা তো তাদের ওপর। আমারও ইচ্ছা আছে (আরও খেলার)। অনেক সময় বিতর্ক হয়ে যায়, তাই পরিস্কার করলাম।’

আরও পড়ুন>> পাপনের বিস্ফোরক মন্তব্যের জবাব দিলেন তামিম

এদিন ২০২৩ ভারত বিশ্বকাপে নিজের সম্ভাবনার কথা জানিয়ে তামিম বলছিলেন, ‘আমাদের লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ (জয়), কোনো সন্দেহ নেই। ওই প্রক্রিয়াতেই আমরা আছি। আমি খুব সামনে তাকাতে চাই না। কী হয় না হয়, কে ইনজুরিতে পড়ে, কে না থাকে দলে। কোন কম্বিনেশনে আপনি খেলবেন, গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলে আপনি এই কম্বিনেশনে এগোতে পারবেন কি না এসব ধারণা অল্প অল্প আসা শুরু হয়েছে। দল পুরো প্রস্তুত আমি এটা বলব না। তবে আমরা ধারণা পাচ্ছি।’

টিআইএস/এনইউ/এটি