আসন্ন জিম্বাবুয়ে সফরের ওয়ানডে স্কোয়াডে তেমন কোনো চমক না থাকলেও টি-টোয়েন্টি দলটি নতুন করে সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়র ক্রিকেটারদের। এই সফরে কুড়ি ওভারের ফরম্যাটে নেতৃত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। দীর্ঘদিন পর এবার জাতীয় দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার পারভেজ হোসেন ইমন।

গত ১৮ জুলাই খুলনায় হাই পারফরম্যান্স দলের হয়ে ‘এ’ দলের সঙ্গে ম্যাচে দুর্দান্ত এক শতক করেন ইমন। ৮৭ বলে খেলেন ১০৪ রানের হার না মানা এক ইনিংস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ওপেনার মূলত এই শতক দিয়েই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন >> অধিনায়ক সোহান, বিশ্রামে মাহমুদউল্লাহ-মুশফিক

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ইমন তরুণ খেলোয়াড়, এইচপিতে নার্সিং করা হচ্ছে। এখন পর্যন্ত যা পেয়েছি ওর সম্পর্কে, সব ইতিবাচক। কয়েকদিন আগেও একটা ম্যাচে শতক করেছে। ওর অবস্থান অনেক ভালো। ওর কাছ থেকে ভালো কিছু আশা করছি।’

ইমন এর আগে পাকিস্তান সিরিজে ডাক পেলেও অভিষেক ক্যাপ মাথায় তুলতে পারেননি। এবার সিনিয়রদের অনুপস্থিতিতে ভাগ্য খুলতে পারে তার। দলে ইমনের অন্তর্ভূতি আর তারুণ্য দিয়ে ঢেলে সাজানোর কারণ ব্যাখ্যা করেন নান্নু।

আরও পড়ুন >> চমক দিয়ে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

প্রধান নির্বাচক বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের পারফরম্যান্স ধারাবাহিকভাবে ভালো হচ্ছে না। সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপও আছে, নতুনভাবে শুরু করতে চাই। মূলত এশিয়া কাপ থেকেই বিশ্বকাপ নিয়ে আমাদের পরিকল্পনা শুরু হবে।’

সঙ্গে যোগ করেন নান্নু, ‘এর আগে জিম্বাবুয়ে সিরিজ কিছু খেলোয়াড়কে দেখার একটা সুযোগ। এজন্য সিনিয়র খেলোয়াড়দের বাইরে রেখে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে সফরে ভালো কিছু পেলে এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে লাগবে।’

টিআইএস/এটি/এইচএমএ