সাকিব আল হাসান ও রাসেল ডমিঙ্গো।

সাকিব আল হাসানের এক সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাদ দিয়ে তিনি খেলতে চেয়েছেন আইপিএলে। তাকে অনুমতিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সোমবার সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিবের এমন সিদ্ধান্তে মন খারাপ হয়েছে তার, তিনি করেছেন আক্ষেপও। 

মঙ্গলবার নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্তের ব্যাপারে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। সাকিব কিংবা বোর্ড সবার সিদ্ধান্তকেই সম্মান জানানো উচিত বলে মত তার।

তিনি বলেন, ‘এটা একটা কঠিন ব্যাপার কোচ হিসেবে সবসময়ই সাকিবকে দলে চাই আমি। তবে অন্যদিক দিয়ে দেখলে, যদি কোনও খেলোয়াড় এ ব্যাপারে পুরো আগ্রহী না হয়, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে অন্য সুযোগ থাকে, তাহলে এ সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তাকে বিচার করাটা কঠিন। আমার মনে হয় এ সিদ্ধান্ত তাকে নিতেই হতো।’

সাকিবের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘সে নানা জায়গা থেকে মত নিতে পারে, কিন্তু এটা সাকিবেরই সিদ্ধান্ত। কোচ হিসেবে আমাদের তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। তার ক্যারিয়ার, তার জীবিকা- ফলে আমরা এসব বিচার করার কেউ নই।’

সাকিবের আইপিএল খেলার সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে দলের প্রতি তার নিবেদন নিয়ে। ডমিঙ্গো অবশ্য সাকিবের নিবেদনে ঘাটতি দেখেন না। ক্রিকেট এখন যে পরিস্থিতিতে এসেছে, এই পর্যায়ে কাউকে কোনো ফরম্যাটে জোর করে খেলানো যায় না বলেও মনে করেন জাতীয় দলের এই হেড কোচ। 

তিনি বলেন, ‘আমি জানি যখন সে বাংলাদেশের হয়ে খেলে, পুরো নিবেদন দিয়েই খেলে। কোন ফরম্যাটে সে (সাকিব) খেলবে, বোধহয় সেসব আলোচনা করা যেতে পারে। যেভাবে এখনকার ক্রিকেট এগুচ্ছে, তাতে কাউকে কোনো ফরম্যাটের জন্য জোর করা যায় না। ক্রিকেটার এবং বোর্ড যে সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের সেসবকে সম্মান জানাতে হবে।’

এমএইচ/এটি