ক্রিকেটের ময়দানে ভারত-পাকিস্তানের সবশেষ দ্বৈরথ এখনো বিস্ময় জাগায়। বিশ্বমঞ্চে যে দলটিকে কখনো হারাতে পারেনি পাকিস্তান, সেই তারাই কিনা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল। প্রায় এক বছর পর ফের মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। তবে এবার আর ভারত বধ করতে পারবে না পাকিস্তান, এমনটা মনে হচ্ছে খোদ দেশটিরই সাবেক ক্রিকেটারের।

২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। পরদিনই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে মুখোমুখি হবে ‘চিরশত্রু’ ভারত ও পাকিস্তান। সেই লড়াইয়ের উত্তাপ এরই মধ্যে টের পাওয়া যাচ্ছে। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে বোদ্ধারাও নড়েচড়ে বসেছেন।

আরও পড়ুন >> সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের

সম্প্রতি এই ম্যাচ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে নিজের ভাবনা ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রশিদ লতিফ। সবশেষ ম্যাচে ভারতের ভরাডুবি হলেও ঐতিহাসিকভাবে পাকিস্তানের চেয়ে দেশটি এগিয়ে আছে এবং আরব আমিরাতের কন্ডিশনও রোহিত শর্মাদের সাহায্য করবে বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার, ‘সংযুক্ত আরব আমিরশাহির পরিস্থিতি ভারতের জন্য উপযুক্ত। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সব কিছুতে বাজিমাত করবে ভারত।’

এশিয়া কাপের ফেভারিট হিসেবেও পাকিস্তানের চেয়ে ভারতকে এগিয়ে রাখছেন লতিফ, ‘ভারতীয় দল যে কোনও মূল্যে এশিয়া কাপের শিরোপা জিততে চাইবে এবং ভারতের সব খেলোয়াড় যদি ফিট থাকে। তবে শিরোপার সবচেয়ে শক্তিশালী দাবিদার হবে।’

আরও পড়ুন >> পরকীয়া নিয়ে খোঁচা, গ্যালারিতে গিয়ে দর্শক পেটালেন ভারতীয় ক্রিকেটার

এশিয়া কাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। ৩ আগস্ট এক বিবৃতিতে দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৮ আগস্ট এশিয়া কাপের দল দেবে ভারত।

এইচএমএ/এটি