সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মুখোমুখি অবস্থান। বেটউইনারের সঙ্গে প্রায় ১০ কোটি টাকার চুক্তিতে তাদের একটি নিউজ পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছেন টাইগার অলরাউন্ডার। তবে বিসিবিও নিজেদের অবস্থানে অনড়। বেটিংয়ের সঙ্গে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি মেনে নেবে না ক্রিকেট বোর্ড।

এসবের ডামাডোলে আটকে আছে আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা। গুঞ্জন ছিল, টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপ দিয়েই এই ফরম্যাটের অধিনায়কত্ব বুঝে নেবেন সাকিব। তবে তার আগেই এমন কাণ্ড করে বসলেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়েছেন, চুক্তি বাতিল না করলে বাংলাদেশ ক্রিকেটে সাকিবের দরজা চিরদিনের জন্য বন্ধ। সে ক্ষেত্রে সাকিব বেকে বসলে এশিয়া কাপই খুঁজতে হবে নতুন নেতৃত্ব।

সাকিব না থাকলে নেতৃত্বে দেখা যেতে পারে আবার মাহমুদউল্লাহ রিয়াদকে। এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন পাপন, ‘আগেও বলেছি রিয়াদ ভাবনায় আছে। সোহানকেও দিলাম। লিটনের নাম তো আছে। ওরা যদি না-ও থাকে, মোসাদ্দেককে করিনি? আমরা চিন্তিতই না। চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। ভালো খেলোয়াড়রা যদি খেলতে না পারে আমাদের কপাল খারাপ। ইনজুরির জন্যও তো খেলতে পারছে না। লিটন, সোহান, রাব্বি নেই। এটা খেলার অংশ, মেনে নিতে হবে।’

নতুন অধিনায়কের নাম আগামীকাল অথবা পরশু দল ঘোষণার সঙ্গে জানিয়ে দেবে বিসিবি। এবার নেতৃত্ব দেওয়া হবে দীর্ঘমেয়াদে। পাপন বলেন, ‘অধিনায়ক দলের সাথে প্রকাশ করে দিব। আমরা দীর্ঘমেয়াদী দায়িত্ব দিতে চাচ্ছি, খণ্ডকালীন না। শুধু সাকিব না, যে কেউই হোক, স্কোয়াডেই নেই এমন কাউকে অধিনায়ক দিলে লাভ কি? দল ঠিক করার জন্য আমরা একটু সময় নিচ্ছি। আজকে না করে কাল সিদ্ধান্ত নিয়ে দল জানিয়ে দেওয়া হবে।’

তবে সাকিব ইস্যুতে এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে বোর্ড যে বিপদে আছে সেটি পরিষ্কার জানিয়েছেন বিসিবি সভাপতি। সাকিবের জন্য বোর্ড শুক্রবার দুপুর পর্যন্ত অপেক্ষা করবে। এর মধ্যে চুক্তি বাতিলে রাজি না হলে তাকে ছাড়াই এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নাম লেখাবে টাইগাররা। 

দল গঠন প্রক্রিয়া নিয়ে পাপন বলছিলেন, ‘আমাদের দল বাছাই নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। সাকিবের মতো খেলোয়াড় এ মুহূর্তে দলে নেই, এটা আমরা স্বীকার করি। কিন্তু সাকিবকে নিয়ে খেলেও আমরা অনেক ম্যাচ হেরেছি আবার সাকিবকে ছাড়াও অনেক ম্যাচ জিতেছি। কিছু মৌলিক নিয়ম আছে, এই নিয়ম থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই।’

টিআইএস/এটি