বলিউড মহাতারকা আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর থেকে চলছে তুমুল আলোচনা। বক্স অফিসে সাড়া জাগাতে না পারলেও বিভিন্ন মহলের বয়কটের ডাক এবং আমির খানের অভিনয় নিয়ে কাটাছেড়ার সুবাদে আলোচনার শীর্ষে রয়েছে লাল সিং চাড্ডা। মুক্তির পর থেকে শুধু সিনেমাপ্রেমিরাই নন, ক্রীড়াজগতের তারকারাও সিনেমাটি নিয়ে সরব হচ্ছেন। ভারতীয় বংশোদ্ভূত সাবেক ইংলিশ ক্রিকেটার মন্টি পানেসার তো সিনেমাটি বয়কটেরই ডাক দিয়েছিলেন।

পানেসার বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনে ছবিটি বয়কট করার আহ্বান জানান, সিনেমায় ভারতীয় সেনাবাহিনী এবং শিখ সম্প্রদায়কে খাটো করা হয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। পানেসারের মন জয় করতে না পারলেও ভারতীয় ক্রিকেটাররা ঠিকই লাল সিং চাড্ডায় মজেছেন। বীরেন্দ্র শেবাগ এবং সুরেশ রায়নার পর এবার সামাজিক মাধ্যমে আমির খানের সিনেমাটির তারিফ করলেন ইরফান খান এবং আকাশ চোপড়ারাও।

আরও পড়ুন >> ‘লাল সিং চাড্ডা’ দেখে রেগে আগুন ইংলিশ ক্রিকেটার, বয়কটের আহ্বান

আমির খানের সিনেমা দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়ে সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান টুইটারে লিখেছেন, ‘লাল সিংহ চাড্ডা দেখে দারুণ মজা হলো। (সিনেমাটি দেখলে) লালের ভালো সত্তাকে ভালোবেসে ফেলবেন। আমির খান বরাবরের মতোই নিখুঁত। এত ভাল একটা সিনেমা তৈরির জন্য আমির খানের নির্মাতা সংস্থাকেও অভিনন্দন।’

আমির খানকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়াও, ‘আমিরের অনবদ্য পারফরম্যান্স। আমির খানের অন্যতম সেরা কাজ। লাগান, গজনি, দঙ্গলের মতোই ভালো হয়েছে। সিনেমাটা দেখলে লাল সিংয়ের প্রেমে পড়বেনই।’

আরও পড়ুন >> আমির খানের ‘লাল সিং চাড্ডা’ দেখে শেবাগ-রায়না যা বললেন

অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস অভিনীত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক হচ্ছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর গত ১১ আগস্ট মুক্তি পায় অদ্বৈত চৌহান পরিচালিত এবং আমির খান-কারিনা কাপুর অভিনীত এই সিনেমা।

এইচএমএ