এশিয়া কাপের জন্য আজ শনিবার থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই অনুশীলনে নেমে গোড়ালিতে চোট পেয়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। পরে তাকে এক্স-রের জন্য হাসপাতালে নেওয়া হয়। সূত্র বলছে, চোট কাটিয়ে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে তার। তাই আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী অবশ্য বলছিলেন, ‘হাসানকে এক্স-রের জন্য নেওয়া হয়েছিল। রিপোর্টে তেমন খারাপ কিছু আসেনি। তবে তাকে ৪৮ ঘণ্টা বিশ্রাম দেওয়া হয়েছে। এই সময়ে সে পর্যবেক্ষণে থাকবে। এরপর এশিয়া কাপে তার খেলা বা না খেলার বিষয়টি জানা যাবে।’

আরও পড়ুন>> এশিয়া কাপ নয়, বিশ্বকাপ নিয়ে ভাবছেন সাকিব

৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার কারণে স্বাভাবিকভাবেই আগামী ২১ ও ২২ তারিখ জাতীয় দলের অনুশীলন ম্যাচ দুটি খেলতে পারবেন না হাসান। দলীয় সূত্র থেকে জানা গেছে, চোট কাটিয়ে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে তার। এজন্য ১৭ সদস্যের দলে নাম থাকলেও সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হবে না হাসানের।

এদিকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসান ইনজুরিতে পড়েছে, খুবই দুর্ভাগ্য। যখন ছন্দে থাকে তখনই ইনজুরিতে পড়ে, এটা আমাদের জন্য দুঃখের। এশিয়া কাপে ও থাকবে কি-না এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। দেখে মনে হচ্ছে সে সম্ভবত প্রথম রাউন্ডে থাকছে না।’ 

আরও পড়ুন>> এশিয়া কাপে বাংলাদেশের মাত্র ১ ধারাভাষ্যকার

যোগ করেন সুজন, ‘হয়ত প্রথম রাউন্ড মিস করতে পারে। বদলি কে হবে তা এখনও ভাবিনি। মাথায় অনেকগুলো নামই ঘুরছে। কাল-পরশু প্রস্তুতি ম্যাচ আছে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে।’

এটি/এনইউ