বাবরের কীর্তি, তবু নেদারল্যান্ডসের কাছে হারের শঙ্কা পাকিস্তানের
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ৪-এ। আর নেদারল্যান্ডস আছে বাবর আজমদের থেকে দশ ধাপ পিছিয়ে। সেই পুঁচকে ডাচদের কাছেই এবার হারের শঙ্কায় পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষটিতে যে মাত্র ২০৬ রানেই অলআউট হয়ে গেছে দলটি!
বাবর আজম শেষ কিছুদিন ধরেই আছেন দারুণ ছন্দে। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের সিরিজেও এর ব্যতিক্রম হয়নি। প্রথম দুই ম্যাচে ৭৪ আর ৫৭ রানের ইনিংসের পর আজ শেষ ম্যাচেও খেললেন ৯১ রানের ইনিংস। এরপরও পাকিস্তানের রান কোনোক্রমে দুইশ পেরিয়েছে, তার দায়টা ব্যাটিং অর্ডারের বাকি ক্রিকেটারদের। বাবরের আগে পরে যে কেউই ৩০ রানের কোটাও পেরোতে পারেননি!
বিজ্ঞাপন
আগের দুই ম্যাচে জিতে সিরিজ অবশ্য নিশ্চিত করে ফেলেছে সফরকারীরা। তবে ওয়ানডে সুপার লিগের খেলায় যে ‘ডেড রাবার’ বলে কিছু নেই! সে কারণে শেষ ম্যাচেও প্রায় পুরো শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল পাকিস্তান। কেবল ইমাম উল হকের জায়গায় অভিষেক হয়েছিল আব্দুল্লাহ শফিকের।
তবে অভিষেকটা তিনি রাঙাতে পারেননি মোটেও। বিদায় নিয়েছেন শুরুতেই, দলের ব্যাটিং ব্যর্থতার শুরুও হয়েছিল তখনই। দলীয় ৩ রানে বিদায় নেন তিনি। এরপর প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ফখর জামান আর আগা সালমান থিতু হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে ফেরেন।
বিজ্ঞাপন
এরপরের গল্পটা কেবলই বাবরের। ডাচ বোলারদের তোপ সামলে একপাশ আগলে রাখেন তিনি। তবে ওপাশে দেখেছেন সতীর্থদের আসা যাওয়ার মিছিল। মাঝে মোহাম্মদ নওয়াজের সঙ্গ পেয়েছিলেন বটে, কিন্তু এরপর তিনি নিজেই বিদায় নেন সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে। তবে এর আগে টানা তিন ইনিংসের ফিফটি তিনি করে ফেলেন অবলীলায়।
এরপর নওয়াজের ব্যাটিংয়ে রানটা ২০০'র কাছাকাছি পৌঁছায় পাকিস্তানের। তিনি দলকে ১৯১ রানে রেখে বিদায় নিলেও লেজের ব্যাটসম্যানদের সহায়তায় রানটা ২০০ পেরোয় সফরকারীদের। ৫০তম ওভারের চতুর্থ বলে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ২০৬ রান তোলে দলটি। ফলে এই অল্প পুঁজি নিয়েই ডাচদের কাছে হার এড়ানোর লড়াইয়ে নামতে হবে পাক বোলারদের।
এনইউ/এটি