বাংলা টাইগার্সের কোচ হলেন আফতাব আহমেদ
কোচ আফতাব আহমেদের অগ্রযাত্রা চলছেই। যুক্তরাষ্ট্রের লিগের পর এবার আমিরাতের লিগে কোচিং করাবেন বাংলাদেশের এই সাবেক তারকা ক্রিকেটার। আবুধাবিতে অনুষ্ঠেয় এবারের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ নিযুক্ত হয়েছেন তিনি। নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফতাবকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রুপগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন আফতাব। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিল বাংলা টাইগার্স।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> ডমিঙ্গো-সিডন্সদের বিকল্প হিসেবে তৈরি হচ্ছেন আফতাব-ডিকেন্সরা
বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফতাব দলটির ওয়েবসাইটকে বলেন, ‘ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম। দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। কোচ হিসেবে প্রথমবার আমার অধীনে দল দ্বিতীয় রানার-আপ হয়েছিল, এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
বিজ্ঞাপন
From a hard-hitting batsman to training the hard hitters. He has been with us before and he will be with us again....
Posted by Bangla Tigers on Monday, August 22, 2022
এদিকে গত মে’তে যুক্তরাষ্ট্রের লিগে কোচিং করানোর কথাবার্তা চলছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছিলেন আফতাব আহমেদ। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে নিজের পরিচিত গড়ে তুলছেন এই সাবেক বিস্ফোরক অলরাউন্ডার।
এ ছাড়া বাংলা টাইগার্সের টিম মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ নাজমুল আবেদিন ফাহিম। এ বছরের ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ছয় দলের আবুধাবি টি-টেন লিগ।
এইচএমএ/এটি