এক সময় জনপ্রিয় খেলা ছিল বাস্কেটবল। সেই বাস্কেটবল এখন কোর্ট সমস্যায় অস্তিত্বের সন্ধানে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বাস্কেটবল ফেডারেশনকে সাময়িক ব্যবহারের অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

মিরপুর ইনডোরে আয়োজিত ফেডারেশন কাপ বাস্কেটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬৮-৩৫ পয়েন্টে ধুমকেতু ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। খেলার প্রথমার্ধে বাংলাদেশ নৌবাহিনী ৪৫ -১৯ পয়েন্টে এগিয়েছিল। নৌবাহিনীর হয়ে সর্বোচ্চ মেহেদী ১৪ ও ধুমকেতুর সাজিদ ১০ পয়েন্ট স্কোর করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এসময় ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়।

এজেড/এটি