জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন লিটন দাস। এরপরই দেশে ফিরে আসেন এই ওপেনার। দেশে ফিরেই চলছিল লিটনের রিহ্যাব। অবশেষে বুধবার প্রথমবারের মত ব্যাট হাতে নিলেন তিনি। অনুশীলন করলেন মিরপুরের একাডেমি মাঠে।

কিছুদিন ধরে রানিংয়ের সাথে জিম সেশন চালিয়ে যাচ্ছিলেন লিটন। ট্রেনার ইফতেখার ইফতির সঙ্গে বিভিন্ন প্রকারের ট্রেনিং করতে দেখা গেছে তাকে। গতকালই নতুন করে করেছিলেন বালুর উপর বল নিয়ে হেঁটে চলার এক অনুশীলন। এটি মূলত ব্যাটারদের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কাজে দিয়ে থাকে।

আরও পড়ুন >> সুখবর দিলেন লিটন

বুধবার বেলা ১১ টার দিকে ব্যাট হাতে একাডেমির সেন্টার উইকেটে ব্যাট হাতে নেমে পড়েন লিটন। একের পর এক কাভার ড্রাইভ, কাট শর্ট, পুল শর্ট, স্ট্রেট ড্রাইভ খেলে নিজেকে ঝাঁলিয়ে নিতে থাকেন এই ওপেনার ব্যাটার। এ সময় তাকে বোলিং করেন পেসার শরীফুল ইসলাম। লিটনের ব্যাটিং দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে অনেকটাই উন্নতির পথে তিনি, বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাট করতে দেখা গিয়েছে তাকে।

প্রায় ঘন্টাখানেকের ব্যাটিং অনুশীলন শেষে একাডেমি মাঠ থেকে বের হন লিটন। ধারণা করা হচ্ছে, আসন্ন নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফিরবেন লিটন। 

এসএইচ/এটি/এইচএমএ