২০১৫ সাল থেকে এ পর্যন্ত ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অবিচ্ছেদ্য নাম ছিলেন জেসন রয়। বিস্ফোরক এই ব্যাটসম্যান দলের ২০১৯ বিশ্বকাপ সাফল্যের অন্যতম সারথীও ছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটেও তার মারকুটে ব্যাটিংয়ের প্রভাব ছিল বেশ। সেই তাকেই কি না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখেনি ইংলিশরা। 

আজ শুক্রবার স্থানীয় সময় সকালে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করে ইংলিশরা। এর আগে সবার আগে বিশ্বকাপের দল দিয়েছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন>> ‘লাল সিং চাড্ডা’ দেখে রেগে আগুন ইংলিশ ক্রিকেটার, বয়কটের আহ্বান

জেসন রয় যে থাকছেন না, সেটা আগেই জানিয়ে দিচ্ছিল স্থানীয় গণমাধ্যম। সেটাই আজ আনুষ্ঠানিকতা পেল ইংলিশদের ঘোষিত চূড়ান্ত দলে। 

গেল অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপেও একটা ফিফটি ছিল তার, এরপর থেকেই মূলত তার ফর্মের সঙ্গে লড়াইয়ের শুরু। চলতি বছরের শুরুতে উইন্ডিজ সফরে একটা চল্লিশোর্ধ্ব ইনিংস আর একটা ফিফটিতে ফর্মে ফেরার আভাস দিচ্ছিলেন, তবে এরপরই তিনি খেই হারালেন আবার। 

আরও পড়ুন>> বাবা খেলেছেন ভারতের হয়ে, ছেলের গায়ে চড়ছে ইংল্যান্ডের জার্সি

শেষ সাত ইনিংসে ত্রিশোর্ধ্ব ইনিংস একটাও নেই। যার ফলেই তাকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তার বদলে দলে এসেছেন ফিল সল্ট, যার অভিষেক হয়েছে গেল বছর। ৪ ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের টি-টোয়েন্টি স্ট্রাইক রেটটাও চোখ ধাঁধানো, ১৫০. ৩১!

ইংলিশদের ঘোষিত এই দলে ফিরেছেন বেন স্টোকস। চোট থেকে ফেরা ক্রিস ওকস আর মার্ক উডকে স্কোয়াডে রেখেছে ইংল্যান্ড। ক্রিস জর্ডান আর লিয়াম লিভিংস্টোন চোট থেকে সেরে না উঠলেও রাখা হয়েছে স্কোয়াডে। যদিও পাকিস্তান সফরে শেষোক্ত দুইজনকে পাবে না ইংল্যান্ড। 

ইংল্যান্ডের বিশ্বকাপ দল:
জস বাটলার, মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, জর্ডান কক্স, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, বেন স্টোকস, ফিল সল্ট, রিস টপলে, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
অতিরিক্ত খেলোয়াড়:
লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টাইমাল মিলস।

এনইউ