আফ্রিকার লিগে দল পেলেও খেলবেন না খালেদ
দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামের জন্য প্রাথমিকভাবে ২৮৫ বিদেশির তালিকা প্রকাশিত হয়েছে। যে তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন পেসার খালেদ আহমেদ। ১৯ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অবশ্য টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে।
খালেদ আহমেদ নিলাম তালিকায় নাম লিখিয়েছেন ১ লাখ ৭৫ হাজার র্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) বা সাড়ে ৯ লাখ টাকা ভিত্তিমূল্যে। নিলামে দেশি-বিদেশি মোট ৫৩৩ ক্রিকেটারের সঙ্গে নতুন করে আরও ক্রিকেটারদের নাম যোগ হতে পারে।
বিজ্ঞাপন
আগামী বছর ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার লিগে নিলামে দল পেলেও নতুন এই টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন এই পেসার।
ঢাকা পোস্টকে খালেদ বলেন, ‘আসলে ওদের যখন খেলা, তখন আমাদের এখানে বিপিএল শুরু হবে। বিপিএল রেখে সিএ লিগ খেলা সম্ভব হবে না।’
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি। সব কটি দলের মালিকানা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকেরা নিজেদের দখলে নিয়ে নিয়েছে।
এসএইচ/এইচএমএ/এটি