জাতীয় দলের হয়ে এখনো কোনো ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হয়নি পেসার রেজাউর রহমান রাজার। যদিও গেল বছর প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন তিনি। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন দলে, তবে মাঠে নামার সুযোগ এখনো হয়নি এই পেসারের। আপাতত কোন টেস্ট ম্যাচ নেই টাইগারদের, তাই ধারণা করা হচ্ছে টেস্ট ম্যাচের জন্য নিজেকে ফিট রাখতেই মিরপুরে লাল বলের অনুশীলনে রাজা।

চলতি বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই দলে নিজেকে দেখার মিশনেই হয়তো রাজার এমন দ্রুত মাঠে ফেরা। আজ মঙ্গলবার সকালেই মিরপুরের একাডেমী মাঠে দেখা যায় রাজাকে। কিছুক্ষণ রানিং অনুশীলন করার পর বল হাতে দৌড়াতে দেখা যায় সিলেটের এই পেসারকে। আপাতত লাল বলে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

রাজার ফেরার দিনে মাঠে ছিলেন তার স্বদেশী পেসার খালেদ আহমেদ। অনুশীলনের মাঝে দেখা গেছে দুজনকে কোনো একটি বিষয়ে পরামর্শ করে নিতে। এরপর খালেদও কিছুটা সময় লাল বলের অনুশীলন করেন, পরে জিম সেশনে ব্যস্ত থাকেন।

গতকালের ন্যায় আজও মাঠে এসেছিলেন সৌম্য সরকার। তবে ব্যাট হাতে নেওয়ার আগে নিজের ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিতে দেখা গেছে এই অলরাউন্ডারকে। বিসিবি ট্রেনার ইফতেখার ইফতির সাথে ট্রেনিং সেশন শেষে মিরপুরের ইনডোরে যেতে দেখা গিয়েছিল তাকে। এদিকে পবিত্র ওমরা হজ পালন শেষে আজ মিরপুরে দেখা গেছে নুরুল হাসান সোহানকে। রানিং আর জিম করেই 
দিন কাটছে এই উইকেটকিপার ব্যাটারের।

ইনজুরি কবলিত অন্য দুই ক্রিকেটার ইয়াসির রাব্বি এবং লিটন আজ মাঠে আসেননি। গতকাল রাব্বি নেটে ব্যাটিং অনুশীলন করেছিলেন, আর লিটনকে রানিং, জিম আর গ্লাভস নিয়ে ক্যাচিং অনুশীলন করতে দেখা গিয়েছিলো।

এসএইচ/এইচএমএ/এটি