মেঘলা আবহাওয়ায় কম্বোডিয়ায় পা রাখলেন জামালরা
প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কম্বোডিয়ার নমপেনে পা রেখেছে। গতকাল রাত ২ টায় বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করে। আজ বৃহস্পতিবার কম্বোডিয়ান সময় সকাল ১০ টায় জামালরা নমপেন এয়ারপোর্টে পৌঁছায়।
নমপেন এয়ারপোর্টে বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে বরণ করে। বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে নমপেন হোটেল । দলের সকল খেলোয়াড় ও অফিসিয়াল সুস্থ আছেন। আজ বৃহস্পতিবার জামাল ভূঁইয়াদের কোন প্রশিক্ষণ নেই।
বিজ্ঞাপন
বর্তমানে কম্বোডিয়ান আবহাওয়া বাংলাদেশের মতোই মেঘলা। সঙ্গে বৃষ্টি। বেশ কয়েকদিন ধরে কম্বোডিয়া বৃষ্টি হচ্ছে। আগামীকাল শুক্রবার বিকাল আর্মি স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া জাতীয় ফুটবল দলের সঙ্গে কন্বোডিয়ায় এবং ২৭ নেপালে আরেকটি প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে।
এজেড/এটি
বিজ্ঞাপন