কেক কাটতেই আজ এখানে এসেছি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৬তম জন্মবার্ষিকী। এ দিনটিকে রঙিন করে রাখতে হঠাৎ করে বিসিবিতে হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবিতে আজ বুধবার দুপুরে খেলোয়াড়সহ আরো কয়েকজন বোর্ডকর্তাদের সঙ্গে নিয়ে কেক কেটেছেন পাপন। অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় পাপন জানালেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যেই আজ এসেছিলেন তিনি।
অনুষ্ঠান শেষে বিসিবি ত্যাগ করার আগে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এসময় তিনি জানান প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতেই এসেছিলাম, একই সঙ্গে একটা কেট কাটলাম।
বিজ্ঞাপন
পাপন বলেন, ‘আজকে আমার এখানে আসার একমাত্র কারণ মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। ওনাকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়া, একটা কেক কাটলাম এবং আল্লাহর কাছে দোয়া করি ওনাকে যেনো দীর্ঘায়ু দেন। এই দেশকে আরও সেবা করার সুযোগ দেন।’
বর্তমানে সারা বিশ্বই খুব খারাপ অবস্থান মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশ ও এর বাইরে না বলে জানালেন পাপন। একইসঙ্গে যে বিপদগুলো এখন রয়েছে, বা সামনে রয়েছে সেগুলো থেকে একমাত্র প্রধানমন্ত্রীই পারবেন উদ্ধার করতে, এমনটাই বিশ্বাস এই বিসিবি সভাপতির।
বিজ্ঞাপন
পাপন বলছিলেন, ‘এখন বিশ্বে যে সমস্যা, ওয়ার্ল্ড ক্রাইসিসের মধ্যে আছে সারা বিশ্ব। এই ক্রাইসিস থেকে কিন্তু বাংলাদেশও আলাদা না, আমাদের সামনে যে বিপদ আছে বা বর্তমানে যে বিপদগুলো আছে এটার থেকে যদি কেউ বাঁচাতে পারে, আমরা মনেপ্রাণে বিশ্বাস করি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধার করতে পারে। আল্লাহ ওনাকে আরো সাহস দিক এবং আরো দীর্ঘায়ু করুক এই দোয়া করি।’
এসএইচ/এটি