নিউজিল্যান্ডে প্রতিদিন আধঘণ্টা করে খোলা বাতাসে আসার সুযোগ পাচ্ছে টাইগাররা। ওই সময়ে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। ছবি : বিসিবি

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের করোনা পরীক্ষা হবে সর্বমোট চারবার। এর মধ্যে প্রথম সাত দিনে তিনবার করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসলে শর্তসাপেক্ষে অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা। আপাতত মূল মঞ্চে নামার আগে সেদিকেই চোখ তামিম ইকবালদের। অনুশীলনে নেমে কিউই বধের রণকৌশল সাজাবে সফরকারীরা।

অধিনায়কের পূর্ণ দায়িত্ব পাওয়ার পর এটিই প্রথম বিদেশ সফর তামিম ইকবালের। তবে কাজটা যে সহজ নয়, সেটি ভালোভাবেই জানা আছে ওয়ানডে ফরম্যাটের দলপতির। শুধু পঞ্চাশ ওভারেই ক্রিকেটেই নয়, তিন ফরম্যাটেই কোনটিতেই নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ দল। এবার তিন ম্যাচ ওয়ানডের সিরিজের সঙ্গে তিন টি-টোয়েন্টি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী টাইগার শিবির?

ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। শুরুর চিন্তাটা অধিনায়ক তামিমের। পঞ্চাশ ওভারের সিরিজ ঘিরে ঠিক কি ভাবছেন তিনি? জবাবে নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তামিম জানান, অনুশীলন ফিরে তবেই পরিকল্পনা সাজাবে দল। তবে সেই পরিকল্পনা যেমনই হোক, সেটি বাস্তবায়ন করতে পারলে বিশ্বের কোনও দলই টাইগারদের জয় আটকাতে পারবে না।

সোমবার পাঠানো সেই ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমার এটা প্রথম বিদেশ সফর অধিনায়ক হিসাবে। আমি আশাবাদী। আমি নিশ্চিত প্রথম ওয়ানডে শুরু হবার আগে আমাদের যে অনুশীলন পর্ব আছে সেখানে আমরা দল হিসেবে তৈরি হতে পারব। সত্যি কথা আমি যা অনুভব করি, দলের সবার সঙ্গে কথা বলে যা অনুভব করেছি, সবাই ভালো করতে চায় বাংলাদেশ দলের জন্য।’

সঙ্গে যোগ করেন, ‘আমরা আশাবাদী ইনশাআল্লাহ, দেখা যাক। যেটা আমি সবসময়ই বলি বাংলাদেশ দলের ওই সক্ষমতা সবসময়ই আছে। যদি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি, সবাই যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, সবাই একসঙ্গে ভালো পারফর্ম করি, আমরা যেকোনো দলকে হারাতে পারি। এটা আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত দলের সবাই এটা বিশ্বাস করে। আমরা সবাই আশাবাদী।’

টিআইএস/এমএইচ