নাফিস ইকবাল ও রাবিদ ইমাম

বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে বাদ পড়ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। নতুন করে এ পদে আসছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ দায়িত্বে থাকবেন রাবিদ। 

বিসিবি সূত্রে বৃহস্পতিবার এমনটাই নিশ্চিত হয়েছে ঢাকা পোস্ট। যদিও এনিয়ে এখনো কেউ মুখ খুলছেন না!

সবশেষ গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেট অপারেশান্সের সাবেক ম্যানেজার সাব্বির খান চাকরি ছাড়ায় তখন ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজার হিসেবে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দায়িত্ব পালন করেন নাফিস ইকবাল। তারপর থেকে নিয়মিত দায়িত্ব পালন করে গেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সবশেষ আরব আমিরাতের বিপক্ষেও দলের ম্যানেজার ছিলেন তিনি। 

কিন্তু অক্টোবরে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বিসিবি নতুন করে নিয়োগ দিবে টিম ম্যানেজারের এই পদটি। আপতত এই দুই সফরের দায়িত্বে থাকছেন রাবিদ ইমাম।

কিন্তু হঠাৎ কেন সরিয়ে দেওয়া হলো নাফিসকে? এনিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতেই অপসারণ করা হয়েছে তাকে। আবার শোনা যাচ্ছে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বাদ তিনি!

এসএইচ/এটি