শুরু হতে যাচ্ছে নারীদের স্কুল ক্রিকেট
চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে নারীদের স্কুল ক্রিকেট মাঠে গড়াতে পারে বলে নিশ্চিত করেছেন বিসিবির নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
বিসিবির এই কর্তা আজ (বৃহস্পতিবার) সিলেটে এশিয়া কাপের সেমি-ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে গণমাধ্যমে জানান, বিভাগীয় শহরের ৬-৭টি স্কুল নিয়ে যদি স্কুল ক্রিকেট করা যায়, তাহলে অনেক খেলোয়াড় পাওয়া যাবে।
বিজ্ঞাপন
নাদেল বলেন, মহামারির কারণে দুই বছর আগের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারিনি। দুই বছর আগেই কথা ছিল। আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলেছি, পরিকল্পনা করেছিলাম।
তিনি বলেন, আমরা এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে আমরা স্কুল ক্রিকেট চালু করব। আমরা যদি প্রতিটি বিভাগীয় শহরের ৬-৭ টি স্কুল নিয়ে শুরু করি, অনেক খেলোয়াড় পেতে পারি।
বিজ্ঞাপন
এশিয়া কাপের এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল। তবে সেমি-ফাইনালে উঠতে না পারাকে দুর্ভাগ্যজনক বলছেন নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। জানিয়েছেন, আগামী টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে হবে।
নাদেল বলেন, আমাদের জন্য বিষয়টি আসলেই হতাশার। আমরা স্বাগতিক, আমরা গত আসরের চ্যাম্পিয়ন ছিলাম, আমাদের প্রস্তুতি ছিল, খেলোয়াড়দের সেই সামর্থ্য আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। এটিই হলো বাস্তবতা।
তিনি বলেন, আমাদের কোন কোন জায়গায় ঘাটতি আছে, সেগুলো আমাদের দ্রুত সংশোধন করতে হবে। আগামী টুর্নামেন্টের জন্য বলেন বা সিরিজের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। কারণ, যেটা গেছে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। সংশোধনের পথ খুঁজব, এই কাজটিই আমরা করব।
এসএইচ/আরএইচ