ময়মনসিংহে জাবিয়ান ক্রিকেট আনন্দ
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বরাবরই বেশ ভালো অবস্থান ময়মনসিংহ জেলার। অন্য সব খেলার মতো ক্রিকেটেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এই জেলার অনেকে। মাহবুবর রহমান সেলিম থেকে শুরু করে হালের মোসাদ্দেক সৈকত সবাই এ জেলার কৃতী সন্তান। সেই ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট ক্লাবের সঙ্গে শুক্রবার একটি প্রীতি ম্যাচ খেলেছে জাহাঙ্গীরনগর ক্রিকেট লিজেন্ড।
শিক্ষা, গবেষণার মতো ক্রীড়াঙ্গনেও জাহাঙ্গীরনগরের অবদান অনেক। জাতীয় দলের ক্রিকেটার সেলিম, সানোয়ার,ঝড়ু, মঞ্জুরুল ইসলামরা জাহাঙ্গীরনগরের পরিবেশে বেড়ে উঠে নিজেদের পরিণত করেছেন। জাতীয় দল ছাড়াও ঘরোয়া পর্যায়ে এক ঝাঁক তারকা জাহাঙ্গীরনগরের সবসময়ই ছিল। সেই সাবেক শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা এখন ভিন্ন পেশা ও বিভিন্ন জায়গায় থাকলেও জাহাঙ্গীরনগরের টানে আজ অনেকেই এক হয়েছিলেন ময়মনসিংহে।
বিজ্ঞাপন
সাবেক জাতীয় ক্রিকেটার সানোয়ার, আন্তর্জাতিক আম্পায়ার মুকুল, কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, সাবেক তারকা শাহনেওয়াজ কবির শুভ্র, ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে খেলা সজল, কাওসার আজম সজীবরা আজ ময়মনসিংহে এক হয়েছিলেন। তাদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাহাঙ্গীরনগরকে প্রতিনিধিত্ব করা অনেকেই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে এর আগে আয়োজিত হয়েছিল ৫০ বল ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থীরা ব্যাচ ভিত্তিক অংশগ্রহণ করেছেন। উদ্যোগের ধারাবাহিকতায় এবার জাহাঙ্গীরনগরের সাবেক শিক্ষার্থীরা ময়মনসিংহ মাস্টার্স ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেয়। সাবেক ক্রিকেটার ও জাবির সাবেক শিক্ষার্থী ভিব আতা ময়মনসিংহেই থাকেন। তিনি ছিলেন মূলত এই আয়োজনের ব্যবস্থাপনার নেপথ্যে। ৫০ বল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক জোসি, শিপন, মাসুম, জয়ীতরাও ছিলেন উদ্যোক্তা হিসেবে।
বিজ্ঞাপন
মাঠের লড়াইয়ে জাহাঙ্গীরনগর ক্রিকেট লিজেন্ড জয়লাভ করে। তবে জয়-পরাজয় ছাপিয়ে প্রীতি ম্যাচে জাবিয়ান বন্ধনেরই জয় হয়েছে। বিশ্ববিদ্যালয় পাঠ চুকে যাওয়ার এত দিন পর বিশ্ববিদ্যালয়ের টানে আবার এক হয়ে খেলা অনন্য এক উদাহরণও বটে!
এজেড/এনইআর