টিটি লিগে ধানমন্ডি-ওয়ারির দাপট
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে টেবিল টেনিস টুর্নামেন্ট। সাত দিন ব্যাপী প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে ওয়ালটন ঢাকা মহানগর টিটি লিগের প্রিমিয়ার, প্রথম বিভাগ ও মেয়েদের বিভাগের খেলা হয়েছে।
প্রিমিয়ার লিগে উত্তরা টিটি ক্লাব ৩-১ সেটে অ্যাজাক্সকে, ধানমন্ডি সেন্ট্রাল ৩-০ সেটে আরমানিটোলা জেএসকে এবং ওয়ারি ক্লাব ৩-০ সেটে শেখ রাসেলকে হারায়।
বিজ্ঞাপন
প্রথম বিভাগ লিগে গ্রিন টিটি ৩-০ সেটে পুলিশ মেমোরিয়ালকে, ট্র্যাভেলো ৩-২ সেটে রেভ টিটিকে, টিটি একাডেমি ৩-০ সেটে কম্বাইন্ডকে ও ব্যাটম্যান ক্লাব ৩-২ সেটে লিংকার্সকে হারিয়েছে। এদিকে মেয়েদের লিগে জেবিএল ৩-১ সেটে ঢাকা ইয়াংসকে এবং পুলিশ ৩-০ সেটে ঢাকা ওমেন্সকে হারায়।
এজেড/এনইআর
বিজ্ঞাপন