মানকাডিংয়ে সমালোচিত দীপ্তি এশিয়া কাপের টুর্নামেন্টে সেরা
ভারত-শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা নামলো নারী এশিয়া কাপের। শনিবার ফাইনালে লঙ্কান নারীদের উড়িয়ে দিয়ে সপ্তমবারের মতো এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুকুট জিতেছে হারমানপ্রীত করের দল। টুর্নামেন্টের পুরো আসর জুড়ে নজরকাড়া পারফর্ম করে সিরিজ সেরার খেতাব জিতেছেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা।
টুর্নামেন্টে বল হাতে এ নারী অলরাউন্ডার নিয়েছেন ১৩ উইকেট। এছাড়া ৮ ম্যাচের মধ্যে ৫ ইনিংসে ব্যাট করে ২৩.৫০ গড়ে করেছেন ৯৪ রান। পাশাপাশি দীপ্তি ব্যাট করেছেন ১৩২.৩৯ স্ট্রাইক রেটে। ব্যাট হাতে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংসটি খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
বিজ্ঞাপন
ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিজ সেরার পুরস্কার গ্রহণ করেন দিপ্তী। এসময় তিনি জানিয়েছেন টুর্নামেন্ট শুরুর আগে নিজের ব্যাটিং নিয়ে কাজের কথা, এছাড়া টিম মিটিংয়ে যা আলোচনা করেছেন তার সবটাই মাঠে প্রয়োগ করতে পেরেছেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।
দিপ্তী বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে আমরা যেভাবে পারফর্ম করেছি তাতে খুব খুশি। আমরা টিম মিটিংয়ে যা আলোচনা করেছি সেটাই প্রয়োগ করতে পেরেছি। আমি কেবল আমার শক্তির জায়গায় ফিরে গেছি, আর এটাই আমাকে টুর্নামেন্টে বেশ সাহায্য করেছে। উইকেট স্লো ছিল। আর টুর্নামেন্ট শুরু আগে আমি আমার ব্যাটিং নিয়েও কাজ করেছি। সেসব অনেক কাজে লেগেছে।’
বিজ্ঞাপন
এসএইচ/এনইআর