ডাচদের ১১২ রানের লক্ষ্য দিল আমিরাত
ইনিংসের ১৫ ওভার পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মাত্র দুটিই উইকেট ফেলতে পেরেছিল নেদারল্যান্ডস। উইকেট হাতে রেখে সাবধানী ব্যাটিং করা আমিরাতের ব্যাটাররা শেষ কয়েক ওভারে রানবন্যায় ভাসাবেন এমনটাই যেন ছিল অনুমিত। কিন্তু ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানবন্যা তো দূরের কথা, বলের সমান রানটাও নিতে পারেনি সিপি রিজওয়ানের দল। আর তাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ১১২ রানের বেশি লক্ষ্য দিতে পারল না সংযুক্ত আরব আমিরাত।
রোববার গিলংয়ের জিএমএইচবিএ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। আগের ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয় দেখে এ ম্যাচে শুরু থেকেই সাবধানী ব্যাটিং করে আমিরাতের ব্যাটাররা। পাওয়ারপ্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান করে মরুভূমির দেশটি।
বিজ্ঞাপন
রিভার্স সুইপ খেলতে গিয়ে সপ্তম ওভারে কাটা পড়েন চিরাগ সুরি। দ্বিতীয় উইকেটে ক্রিজে এসে রানের গতি বাড়ানোর চেষ্টা করে বেশিক্ষণ টিকতে পারেননি কাশিফ দাউদ। ১৪ বলে ১৫ রান করে বোল্ড হন টিম প্রিংগেলের বলে। ৪৭ বলে ৪১ রানের ধীর ইনিংস খেলে মোহাম্মদ ওয়াসিম আউট হন ক্লাসেনের বলে।
উইকেট হাতে থাকতেও বাস ডি লিডি ও ক্লাসেনের তোপে শেষের দিকে রান তুলতে পারেনি আরব আমিরাতের ব্যাটাররা। প্রথম চার ব্যাটারের পর আর কেউই পৌঁছাতে পারেনি দুই অঙ্কে। আর তাতে ১১১ রানে থামে এশিয়ান দেশটির ইনিংস।
বিজ্ঞাপন
ডাচদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন টিম প্রিংগেল। দুটি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন ফ্রেড ক্লাসেন।
এনইআর/এটি