১৭৭ রানের লক্ষ্য তাড়ায় ৬১ রানেই নেই ৪ উইকেট। ম্যাচ জিততে শেষ ১০ ওভারে আইরিশদের দরকার ছিল ১১২ রান। অসম্ভবপ্রায় এই কাজকেই সম্ভব করলেন আয়ারল্যান্ডের দুই মিডল অর্ডার ব্যাটার। ৫৭ বলে ১১৯ রানের জুটি গড়ে এক ওভার আগেই দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেল। আর তাতে সুপার টুয়েলভের আশা বেঁচে রইলো অ্যান্ড্রু ব্যালবার্নির দলের।  

হোবার্টের বেলেরিভ ওভালে বুধবার স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। ৩২ বলে ৭২ রান করে আইরিশদের ম্যাচ জয়ের নায়ক কার্টিস ক্যাম্ফার। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জর্জ মুন্সের উইকেট হারায় স্কটল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে ম্যাথু ক্রসকে নিয়ে ভালো শুরুর ভিত এনে দেন মাইকেল জোন্স। ২১ বলে ২৮ রান করে ক্রস ফিরলে অধিনায়ক বেরিংটনের সাথে ৭৭ রানের জুটি গড়েন জোন্স।  

দলকে ভালো সংগ্রহের পথে এগিয়ে দিয়ে ৩৭ রানে ফেরেন অধিনায়ক। কিন্তু একপাশ আগলে তখনও ব্যাটিং করে যাচ্ছিলেন জোন্স।  শেষ পর্যন্ত ৬ চার ও ৪ ছয়ে ৮৬ রান করে লিটলের বলে অ্যাডায়ারের হাতে ধরা পড়েন ২৪ বছর বয়সী তারকা। ১৩ বলে ১৭ রানের ক্যামিও খেলে দলকে ১৭৬ রান পর্যন্ত নিয়ে যান মাইকেল লিস্ক। 

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। প্রথম চার ব্যাটারের কেউই পেরোতে পারেননি ২০ রানের গন্ডি। চাপের মুখে বিশাল জুটি গড়ে জয়ের বন্দরে নেন ক্যাম্ফার ও ডকরেল। 

এনইআর